![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
হতে পারে লেখাটা তোমার হাত পর্যন্ত পৌঁছবেনা। হয়তো আমার ডায়েরীর পাতাগুলোতে প্যারালালে টানা রেখার সেলে বন্দী হয়ে থাকবে। কখনো চিৎকার করবে,আবার কখনো ডুকরে ডুকরে কেঁদে উঠবে আত্মপ্রকাশের ইচ্ছায়। তবুও লিখবো,তোমাকে উদ্দেশ্য করেই লিখবো। তুমি হয়তো একদিন লেখাটা পড়বে। ঝাপসা দৃষ্টিতে। চোখের পানি চিবুক গড়িয়ে পরবে কিন্তু শব্দ করে কাঁদতে পারবে না। ছুটে আমার কাছে আসতে চাইবে কিন্তু উঠে দাঁড়ানোর শক্তি পাবে না। ভুলগুলো চোখের সামনে জ্বল-জ্বল করবে কিন্তু শুধরাতে পারবে না। তখনো আমার চোখ ভেজা থাকবে,না পাওয়ার যন্ত্রণা বুকের ভেতর টন-টন করবে। তুমি কষ্ট দিলে আমি কষ্ট পাই,তুমি কষ্ট পেলেও যে আমি কষ্ট পাই।
©somewhere in net ltd.