![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
ন্যাড়া বেলতলায় একবারই যায় এই প্রবাদ এখন বিতর্কিত। এক একটা ক্লাস টেস্ট এক একটা বেলতলা। আর ক্লাস টেস্টের প্রশ্ন হল সেই কাঙ্খিত অনাকাঙ্খার বেল। দিল্লীর লাড্ডুর মতন। ক্লাস টেস্টে অ্যাটেন্ড করলেও পস্তাবেন না করলেও পস্তাবেন।
ক্লাস টেস্ট সম্পর্কে কিছু অভিজ্ঞতাঃ
......যে প্রশ্নটির ব্যাপারে আপনি একশো পার্সেন্ট শিওর যে সেটা আসবে না। এমনকি আপনি আপনার বন্ধুর সাথে বেট ধরেছেন ঐ প্রশ্নের উপর। পরীক্ষার হলে গিয়ে দেখতে পাবেন ঐ প্রশ্নটিই এক নম্বরে আছে।
.......যে বন্ধুকে আপনি আগে থেকেই বলে রেখেছেন ক্লাস টেস্টের সময় পাশের সিটে বসার জন্য,প্রশ্ন পাওয়ার পর দেখবেন সেই আপনার দিকে তাকিয়ে আছে। করুণা ভরা চোখে।
.......যখন কারো কাছে কিছু শুনতে যাবেন,ঠিক তখনই দেখবেন স্যার আপনার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে। এমনভাবে আপনার দিকে তাকাবে যে ভুলেই যাবেন পাশের জনের কি শুনতে চাইতেছিলেন। তখন প্রশ্ন থেকে স্যারের দিকে নজর থাকবে বেশি।
.........ক্লাস টেস্ট শেষ। একটা প্রশ্নের উত্তর কোন রকম দিয়েছেন। মনে মনে ভাবছেন যাক পারলাম তাহলে একে বারে বৃথা যায়নি সময়টা। তখন পাশের একজন কেল্টু(পড়ুয়া) বন্ধু বলবে,অনেকেই অমুক নম্বর প্রশ্নের উত্তর ভুল দিয়েছে এই উত্তরটা ওরকম হবে না। রেফারেন্স হিসাবে বই দেখাবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে ঐ ভুলটিই আপনি করেছেন।
......... ক্লাস টেস্ট শেষে হলে ফিরে আসছেন। আপনার মত হা হুতাশ করা পাবলিক খুঁজছেন রাস্তায়। সঙ্গী হিসাবে। দেখবেন আশেপাশের সবাই উত্তর বলাবলি করছে। অবশেষে একাই ফিরতে হবে রুমে।
পরাজয়ে ডরে না বীর। :-p রুমে ফিরে পরের দিনের ক্লাস টেস্টের :-p সরি বেলতলায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
©somewhere in net ltd.