নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি আমার দেশকে..আমার ভাষাকে

নাজমুল_হাসান_সোহাগ

আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।

নাজমুল_হাসান_সোহাগ › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ (Bicycle Thieves-১৯৪৮)

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

যে ছবিটি দেখছেন’ তা ফটোগ্রাফারের তোলা বিখ্যাত কোন ছবি নয়। এটা Bicycle Thieves(Lardi de bicilette-1948) মুভি থেকে সংগ্রহ করে নেয়া একটি স্থির চিত্র।

মুভি সম্পর্কে আমার ধারণা খুবই কম। তারপরেও বন্ধুদের কাছ থেকে রিভিউ গুলো জেনে ভালো মুভিগুলো দেখতে মিস্ করি না।

সত্যিকার অর্থেই যারা ইন্টেলেকচুয়াল,তাদের কোন জাত নেই,নেই কোন সময়। এরা সবসময়ই আধুনিক। সময়ের সাথে তাদের কাজগুলো আরও বিশালাকায় ধারণ করে। Vittori de sica তেমনই একজন চলচ্চিত্র পরিচালক। তার সৃষ্ট মাস্টার পিচ “Bicycle Thieves” পৃথিবীর অন্যতম সেরা একটা মুভি হিসাবে ধরা হয়। মুভিটা আজ থেকে ৬৫ বছর আগের। আমি হলফ করে বলতে পারি মুভিটা দেখার সময় আপনার একবারও মনে হবে না যে আপনি ৬৫ বছর আগের মুভি দেখছেন,শুধু সাদাকালো প্রিন্টের ব্যাপারটা আমলে না নিলে। ক্যামেরার আঙ্গেল,পজিশন সবকিছু একদম পারফেক্ট। বাংলায় যেটাকে বলা হয় নিখুঁত।

মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন lamberto maggiorani আর Enzo staiola। চরিত্রগুলো সম্পর্কে বলার আগে একটা কথা বলে নেয়া দরকার। মুভিটা যখন মুক্তি পায় তখন ইতালিতে “নিওরিয়েলিজম”(১৯৪৪-১৯৫২) আন্দোলন চলছিলো। “ইতালি নিওরিয়েলিজম ” এর প্রধান কথা ছিলো মুভির কাহিনী অবশ্যই বাস্তববাদী হতে হবে। মুভির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে ওয়ার্কিং ক্লাস লোকের জীবনযাত্রা তাদের দারিদ্রতা,অভাব অনটন। আর এ সকল মুভিতে যাদেরকে নেয়া হত তারা সকলেই নন-প্রোফেসনাল অভিনেতা হতে হবে। মুভিটা দেখার পর আমার কাছে কখনই মনে হয়নি যে যারা অভিনয় করেছে তারা নন-প্রোফেসনাল।

Lamberto maggiorani এর অভিনয়ের তুলনা আমি কারও সাথে করব না। অভিনয়ের মাধ্যমে বাস্তবতা এত ভালো করে কেউ ফুটিয়ে তুলতে পারবে কি না আমার সন্দেহ আছে।

Enzo staiola মাত্র ৭ বছর বয়সে মুভিটিতে অভিনয় করেছিলেন। কথা বলার ভঙ্গি,মুখের এক্সপ্রেসান আর কনফিডেন্স আপনাকে ঘায়েল করবে অনবরত। বিস্মিত করবে পলে পলে।

মুভির প্লট সম্পর্কে এবার কিছু বলি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে ইতালির আর্থ-সামাজিক প্রেক্ষাপট নিয়ে মুভিটি সৃষ্ট। একটা চাকরির জন্য সাধারণ মানুষগুলোর আকুতি দেখতে পাবেন মুভিটির শুরুতেই। Ricci(lamberto maggiorani) নামের চরিত্রটি চাকরি পায়। কিন্তু সাথে শর্ত জুড়ে দেয়া হয়। সাথে অবশ্যই সাইকেল থাকতে হবে চাকরীটি করার জন্য। ছোট্ট কিছু ত্যাগ করে বড় কিছু পওয়ার উদ্দেশ্যে কিনে ফেলতে হয় সাইকেল। কাজে যাওয়ার প্রথম দিনই চুরি হয়ে যায় সাইকেল। বাবা আর ছেলে মিলে খুঁজতে বের হয় হারিয়ে যাওয়া সাইকেল। এর পর থেকে শুরু হবে মুভির প্রধান আকর্ষণ। মুভিটির প্রায় শেষ পর্যন্ত ও হতাশ হতে দেখা যায়নি চরিত্র দুটিকে। লড়ে গেছে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। একটু ভালো করে বেচে থাকার সন্ধানে। এক একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে থাকবে আপনার চোখের সামনে। এক সেকেন্ডের জন্য আপনার মনে হবে না যে আপনি একঘেয়েমি অনুভব করছেন। সেই সময়কার আর্থ-সামাজিক অবস্থা অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে মুভিটিতে।

আমি যদি পুরো কাহিনীটা বলে দেই তবুও আপনাকে মুভিটা দেখতে হবে। ক্যামেরার ফ্রেম ধরা দেখতে। আর অভিনয় যে একটা আর্ট এটা বুঝতে একবার হলেও মুভিটা দেখা উচিৎ। যারা মুভিটা এখনও দেখেননি তাদেরকে উদ্দেশ্য করে বললাম কথাগুলো।

Vittori de sica এর Lardi de bicilette-1948 মুভিটা থেকে অনুপ্রাণিত হয়েছেন আমাদের উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার বিমল রায়। তৈরি করেছেন “দো বিঘা জমিন(দুই বিঘা জমিন)”।, এছাড়াও অনুপ্রাণিত হয়েছেন আমাদের মুভি পাগল সম্প্রদায়ের কাছে অত্যন্ত পরিচিত নাম-সত্যজিৎ রায়। তৈরি হল আরেক মাস্টার পিচ “পথের পাঁচালী”।, বিখ্যাত ইরানীয়ান চলচ্চিত্র পরিচালক জাফার পানাহি এবং দেরিয়াশ মেহেরজু মনে করেন তাদের কাজের উপর মুভিটির অনেক প্রভাব অনেক।

শেষ করার আগে আমার একটা প্রিয় ডায়ালগ বলব। যেটা মুভিটি থেকেই সংগৃহীত------

“সকল সমস্যা ই সমাধান করা যায়,শুধুমাত্র মৃত্যু ছাড়া ”

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

শরৎ চৌধুরী বলেছেন: দূর্দান্ত। +।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন..... অন্যমনস্ক শরৎ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

এ.এ.এম বিপ্লব বলেছেন: অসাধারণ হইসে.... ++

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ আপনাকে.................. এ.এ.এম বিপ্লব

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

জনাব মাহাবুব বলেছেন: সুন্দর রিভিউ।


আপনার রিভিউ পড়ে মুভিটা দেখার ইচ্ছা জাগল B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: হুম। দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

মোঃ ইসহাক খান বলেছেন: অসাধারণ ছবির দারুণ এক রিভিউ।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: আসলেই। যে একবার দেখবে তাকে স্বীকার করতেই হবে। এটা একটা মাস্টার পিস।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

হু বলেছেন: আমি এই মুভি দেখার সময় নায়ক চরিত্রের উপর বারবার রাগ হচ্ছিল। এই রকম বোকা মানুষ হয় !!! এতো বেশি রাগ হচ্ছিল যে বলে বোঝাতে পারব না। আবার এটাও বলতে পারবনা যে মুভিটা কখনো আমাকে ছেড়ে দিয়েছে। মুভিটা ধরে রেখেছে।
আমি মুলত এখানেই দেখেছি যে একটা পরিচালক একজন কাহিনীকার কি ভাবে মানুষের মন নিয়ে খেলে। সত্যিই অদ্ভুত একটা মুভি। আর এই কারণেই এই মুভিটা আমার মুভি সংগ্রহশালাতে স্থান করে নিয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: হুম। প্রথমদিকে আমারও তাই মনে হচ্ছিলো। তবে বাস্তবে কিন্তু এরকম মানুষ খুঁজে পাওয়া খুব একটা দুষ্কর নয়। বাস্তবতা যেন ঠেসে ঢুকানো হয়েছে মুভিটাতে। আর অভিনয়ের কথা তো বলেইছি উপরে। আমার কাছে কেউ মুভি নিতে এলে আমি আগে এই মুভিটাই দেখতে সাজেস্ট করি। তাহলে বুঝতেই পারছেন আমার কাছেও কতটা প্রিয় এই মুভি। ভালো থাকবেন।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: মুভিটা অনেক দিন থেকেই খুঁজছি।পেয়ে গেলেই দেখে ফেলব। :D

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: দেখে ফেলুন যত দ্রুত সম্ভব। দেখার পর একটা কথাই মনে হবে। এই জিনিস এতদিন না দেখে ছিলাম!!!!!!

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

সোনালী ডানার চিল বলেছেন:
আমার দেখা সেরা মুভির একটি!!
শেষ দৃশ্যটি অসাধারণ যা মানবিক তোলপাড়ের বিমুগ্ধ বিষাদ!

আপনার লেখা ভালো লাগলো।

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: যারা আসলেই মুভি দেখতে ভালোবাসে,মুভি মেকিং কে একটা আর্ট হিসাবে প্রাধান্য দেয়, তাদের কাছে মুভিটি ভালো লাগবেই। হয়তো মুভিটা তৈরিই করা হইছে এভাবে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

চলতি নিয়ম বলেছেন: মুভিটাও দুর্দান্ত.....

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: নিঃসন্দেহে.।.।.।।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তামিম ইবনে আমান বলেছেন: মুভিটার মূল সফলতা হচ্ছে এটা আমাদের চোরকে ঘৃণা করতে শিখায় না । করুনা করতে শিখায়। কারণ, যেকোন ভালো মানুষও যেকোন মূহুর্তে বদলাতে পারে। সিচুয়েশনের কারনে।
মাস্টারপিস।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: সহমত। আরও অনেক কিছু শেখার আছে মুভিটা থেকে। মাস্টারপিস তো অবশ্যই। ধন্যবাদ।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩

এহসান সাবির বলেছেন: প্রিয় মুভি.....

রিভিউ ভালো লেগেছে।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৫

জল পািন বলেছেন: এইরকম মুভি হলিউড এ এক পিছ আসে আর আপনার লিখা সুন্দর হইচে

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৭

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আর এটা ইতালিয়ান মুভি।
শুভ কামনা রইলো।

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৪

জল পািন বলেছেন: :#> দুঃখিত হা ইতালিয়ান মুভি............ মাথার ভিতর সবসময় হলিউড ঘুরপাক খাই |-)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫৩

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ঠিক আছে। এরকম আমারও হয়ে থাকে।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

নষ্ট অবতার বলেছেন: ছবিটা দেখেছিলাম । আপনার রিভিউ ভালো লাগলো ।

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা রইলো।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: রিভিউ পড়ে সিনেমাটা দেখার ইচ্ছা জাগলো। তালিকায় যুক্ত করলাম!

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: হুম,দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

মাহমুদ০০৭ বলেছেন: অনেক কিছু শেখার আছে মুভিটা থেকে। ভাল লাগল আপনি মুভিটা
নিয়ে রিভিউ দিয়েছেন বলে ।

ভাল থাকুন ভাই ।,

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: হুম। সত্যি কথা বলতে কি, ভালো কিছু দেখলে তা অন্যদের মধ্যে শেয়ার করতে ভালো লাগে। আর যদি তা মাস্টার পিস হয় তাহলে তো কথাই নেই। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো আপনার প্রতি।

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯

এম মশিউর বলেছেন: মুভিটা খুব শিঘ্রই দেখবো। ওয়াচিং লিস্টে রেখেছি। ;)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: হুম। দেখে ফেলুন। আশা করি ভালো লাগবে।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩১

খেয়া ঘাট বলেছেন: সকল সমস্যা ই সমাধান করা যায়,শুধুমাত্র মৃত্যু ছাড়া ”
চমৎকার ম্যুভি। এসব ম্যুভি দেখার পর যখন দেখি টেলিভিশন আন্তর্জাতিক পুরস্কারের জন্য স্বীকৃতি পায় অথবা জয়া হাসানের মতো অভিনত্রীরা বেশ আলোচিত হয়। তখন মনে হয় কোনটা অভিনয় আর কোনটা স্রেফ ক্যামেরার সামনে সংলাপ বলে যাওয়া।
দেশের ছবি, দেশের পাত্র পাত্রী এটুকুর জন্যই শুধু আমাদের বর্তমান ছবিগুলোকে মেনে নিতে হবে। কিন্তু সার্বজনীন বৃহত পৃথীবির মুভি দেখা একজন নিরপেক্ষ মানুষ হিসাবে বলতে হবে -বিদেশে নির্মিত এসব অভিনেতা অভিনত্রীদের কাছে আমাদের দেশে চলচিত্রে যারা অভিনয় করেন এমনকি পাশের দেশের সালমান, শাহরুখ রাও একেবারে শিশু।

চমৎকার পোস্টে কিছু অপ্রাসংগিক কথা বলার সুযোগ নষ্ট করলামনা।

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: মোটেই অপ্রাসঙ্গিক নয়। আপনার মনের কথা জানানোর জন্যই তো মন্তব্যের জায়গাটা দেয়া। আপনি যেগুলো কথা বলেছেন তার সাথে সহ্মত না জানিয়ে উপায় নেই। এটাই বাস্তবতা। অভিনয় যে একটা আর্ট তা Bicycle Thieves এর মত মুভি দেখলেই বোঝা যায়। চেহারা সুন্দর হলেই দেখি এখন অভিনেত্রী হয়ে যায়!!!!!

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০০

কসমিক- ট্রাভেলার বলেছেন:




++++



০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২১

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.