![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।
ছোট বেলার স্মৃতি রোমন্থন কে না ভালোবাসে। আমরা এখনও যখন ছোট বেলার সেই অবুঝ পাগলামির কথা ভাবি তখন নিজের অজান্তেই হেসে ফেলি। ছোট বেলার জগৎ আর তা নিয়ে নানান গল্পের আবর্তে Bekas(2012) তেমনই একটা মুভি। মুভির প্রধান চরিত্র দুটি অসাধারণ। চরিত্র দুটিতে অভিনয় করেছে............
Zana: Zamand Taha
Dana: Sarwar Fazil
তবে ছোট ভাইয়ের চরিত্রটিকে আমার কাছে অনেক বেশি স্বতঃস্ফূর্ত মনে হয়েছে। তার বিচক্ষণতার পরিচয় পাবেন প্রত্যেক মুহূর্তে।
মুভিটির সব থেকে যে জিনিসটি ভালো লেগেছে তা হল বাস্তবতাটাকে শিল্প ও মনন দিয়ে তুলে ধরা। মুভিটির চিত্রনাট্য লেখক এবং পরিচালক Karzan Kader তা অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরেছেন। এখানে বাহ্যিক চাকচিক্য,আধিক্যের কোন ছিটে ফোঁটাও নেই। যা আছে তা নির্মল প্রাকৃততা।
প্লট :
ঘটনাটা ১৯৯০ সালের,ইরাকের কুরদিস্থানের। Zana এবং Dana দুই ভাই। বাবা আর মা’কে অনেক আগেই হারিয়েছে। ছোট্ট সেই শহরে দুইজন জুতা পলিশের কাজ করে। বেঁচে থাকার জীবন যুদ্ধে দুই ভাইকে লড়ে যেতে দেখবেন শুরুর দিকেই। হুট করেই একদিন মাথায় ভর করে আমেরিকা যাওয়ার ভূত। উদ্দেশ্য ম্যান অব স্টিল বা সুপারম্যানের সাথে দেখা করা। নিজেদের যত অপূর্ণতা আছে তাকে পূর্ণতা দিতে দরকার “সুপারম্যান”এর সাহায্য। আর এই আমেরিকা যাওয়ার আবর্তে ঘুরপাক খেতে থাকে পুরো সিনেমার কাহিনী। উদ্ভট উদ্ভট ভাবনা আর তাকে সফল করতে যাওয়ার চেষ্টা,বয়সের অপরিপক্কতার বাস্তবতায় রুপ নেয়। কখনো গাধার পিঠে চেপে আবার কখনো গাড়িতে করে ছুটে চলে তারা আমেরিকার উদ্দেশ্যে। দুই ভাইয়ের মধ্যকার ভালোবাসার আবেগ মাঝে মাঝেই আপনাকে অন্যমনস্ক করে দিবে। সত্যিকার অর্থে চরিত্র দুইটি একটি অপরটির পরিপূরক।
মুভিটা দেখতে আপনাকে আরও আগ্রহী করে তুলবে মুভিটির কাহিনী নিজেই। শুধু মনে হবে এরা কি আদৌ খুঁজে পাবে “ম্যান অব স্টিল”কে। আর তা না হলে মুভিটা শেষ ই বা হবে কিভাবে???????
মুভিটির শেষের দিকে যা দেখানো হয়েছে তা দেখে যে কেউ নিজেকে অনুপ্রানিত বোধ করবে। “সুপার ম্যান” আসলে একটা কাল্পনিক চরিত্র। আসল “সুপার ম্যান”এর বসবাস আমাদের নিজেদের ভিতর।
-সমাপ্ত-
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪
আমাবর্ষার চাঁদ বলেছেন: পুরাই স্পয়লার মাইরা দিছেন....