নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি আমার দেশকে..আমার ভাষাকে

নাজমুল_হাসান_সোহাগ

আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।

নাজমুল_হাসান_সোহাগ › বিস্তারিত পোস্টঃ

ঘটনা.......২

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

জীবনটাই আসলে বিশাল এক অভিজ্ঞতা। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতার সমষ্টি।

......জীবনে কোনদিন বি.আর.টি.সি বা সরকারী পঙ্খিরাজ’এ ওঠার সাহস করিনি। আজ বাধ্য হয়ে উঠতে হল। কি এক আজব কারখানা। বাসে টিকিট কাটলাম কিন্তু কাউণ্টারে বাস আসলো টুইটুম্বর। বাসে কোন সিট নাই। পরে অবশ্য সুপারভাইজার ভাই ক্যামনে জানি সিট ম্যানেজ করলো। জাদু-টাদু জানে কি না কে জানে!!!

.....প্রথমে দেখলাম আমার ডিপার্টমেণ্টের এক বড় ভাই দাঁড়িয়ে আছে বাসের ভিতর। আমি তো দেখে বিস্মিত। ভাই যাবেন ফরিদপুর,টিকিট ও কাটলেন কিন্তু দাঁড়িয়ে আছেন ক্যান!! ঘটনাটা জানতে চাইলাম ভাইয়ের কাছে। ভাই বলে আমার সিটের মালিক আমি সহ আরেকজন। মানে এক সিটের মালিক দুইজন!!! আমিতো আবারও টাশকি। এতদিন দেখতাম রাস্তা দিয়ে দুইতলার ‘সরকারী পঙ্খিরাজ’ চলাচল করে কিন্তু আজ দুইতলা সিটের পঙ্খিরাজের দেখাও পাইলাম!! :-p

........আর সুপারভাইজার একজন সুপারম্যান বটে। বাসের ভিতর এক একজন কে থ্রো করার মত অবস্থা। বাস তো ততক্ষনে ব্ল্যাকহল। শুধু দেখলাম যাত্রী উঠছেই। অবশ্য পেছনে ফিরে দেখার সুযোগ ও ছিল না। আমি সিটের সাথে একদম ফিক্সড। কিছুক্ষন চোখ বন্ধ করে বসে আছি। দেখি পাশ থেকে সুপারভাইজারের গোনার শব্দ। একটা...দুইটা...তিনটা.।. আমি প্রথমে ভেবছিলাম মালপত্র উঠাবে হয়তো। আমি এখানেও টাশকি!! এই ভেবে যে বাসের ভেতর মানুষ দাঁড়ানোর জায়গাই তো নেই,মালপত্র রাখবে কৈ!!! পরে ভুল ভাঙলো। দেখলাম সুপারভাইজার মালপত্র না মানুষ গুনে বাসের ভেতরে ঢোকাচ্ছে...একটা...দুইটা...তিনটা...। ‘জন’ যার কাছে ‘টা’ সে তো সুপারম্যান হওয়ারই যোগ্য :-p ।

........বাসের ড্রাইভার কি এক অজ্ঞাত কারণে নিজেও জানে না বাস কোন রুটে যাবে। কুষ্টিয়া থেকে ঝিনাইদাহ-মাগুরা হয়ে বরিশাল যাবে না রাজবাড়ী হয়ে যাবে। আমাদের দুর্ভাগ্যই বলতে হবে। নামিয়ে দিল কুষ্টিয়া। তারপর অনেক চরাই উৎরাই পেরিয়ে বাড়িতে পৌঁছলাম।

এত কষ্টের পরও সব কষ্ট হাওয়ায় মিলিয়ে যায় যখন মাগুরার বাতাসে আমার বুক ভরে। যখন আমি ভাবি এখানেই তো আমার বাড়ি,এখানেই তো আমার সব।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

নীল-দর্পণ বলেছেন: সিট নাই/জায়গা নাই বলে কোন কথা নাই বাসে :P

মাগুরা নাম শুনলেই এখন মনে হয় আরিচার ঘাটে ইতিহাসের সেই আটটা ঘন্টা!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: হুম,ঠিকই বলেছেন। বাসে সিট ঠিকই পাওয়া যায়। আপনারও দেখছি তিক্ত অভিজ্ঞতা আছে মাগুরার এদিকে আসার সময়। ঢাকা থেকে মাগুরা বা খুলনার এদিকে আসার সময় আরিচার ঘাটে এরকম মাঝে মাঝেই হয়ে থাকে। বিশেষ করে ঈদের সময় দুর্ভোগ আরও চরমে। কিন্তু রাজশাহী থেকে মাগুরা আসার সময় এরকম অভিজ্ঞতা আমার আগে ছিল না। আপনার বাসা কি এই অঞ্চলে....না অ্যাডমিশন দিতে আসছিলেন।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

নীল-দর্পণ বলেছেন: আমার বাড়ী মাদারীপুর। মাগুরা গিয়েছিলাম আসলে বেড়াতে। চাচার বাসায়। ঢাকা থেকে গিয়েছিলাম। এত লং জার্নি করার অভিজ্ঞতা তেমন নেই। আর সেদিন ৮ঘন্টা ফেরীর ঘাটে জ্যামে আটকে ছিলাম। জীবনের প্রথম সেই অভিজ্ঞতা!! সময় পেলে দেখে এসেন ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: লেখাটা পুরোপুরি পড়লাম। অনেক ভালো লিখেছেন। তবে মাগুরা এসে ঘোরা হয়নি এটা জেনে কিন্তু খারাপ লাগলো। পরেরবার আসলে অবশ্যই ঘুরে দেখবেন মাগুরা।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: হে হে হে!
বিআরটিসিতে চড়া বহুকাল থেইকাই খ্যামা দিসি। B-))

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: আমি জীবনের প্রথম বি আর টি সি তে উঠছিলাম...দ্বিতীয়বার উঠার ইচ্ছা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.