নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি আমার দেশকে..আমার ভাষাকে

নাজমুল_হাসান_সোহাগ

আমি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারি(১০'সিরিজ) ডিপার্টমেণ্টে পড়ালেখা করছি। সুযোগ পেলেই লেখালেখিতে বসে যাই। আমার লেখালেখির সব থেকে পছন্দের বিষয় হল ছোটগল্প ।বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরও ভালো লাগে নতুন বন্ধু তৈরি করতে।

নাজমুল_হাসান_সোহাগ › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউঃ

২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১২

বইয়ের লেখকঃ ডাঃ মোহিত কামাল
বইয়ের নামঃ মানব মনের উদ্বেগ ও বিষণ্ণতা

বইয়ের রিভিউ লেখা আসলেই অনেক কঠিন ব্যাপার। একজন লেখককে সঠিক ভাবে মূল্যায়ন করতে না পারলে সেটা হিতের বিপরীত হতে পারে, সে অধিকার কি আমার আছে!!! তাই বই নিয়ে কিছু লেখার আগে অনেক কিছু ভেবে চিন্তে লিখি। শর্টকাটে লিখে পার পাওয়ার চিন্তাও কম করিনা।

যাহোক, অসাধারণ একটা বই পড়লাম। ডাঃ মোহিত কামাল’এর ‘মানব মনের উদ্বেগ ও বিষণ্ণতা’। মানসিক ব্যাপার নিয়ে আগে থেকেই আগ্রহ ছিল তাইতো বইটা পাওয়া মাত্র পড়ে শেষ করার লোভ সামলাতে পারিনি।

কারো যদি কখনো মানসিক সমস্যা হয় তাহলে আমরা ধরেই নেই যে লোকটা পাগল হয়ে গেছে। কিন্তু সত্যিকার অর্থে আমরা নিজেরাও অনেক সময় বিভিন্ন প্রকার মানসিক সমস্যায় ভুগি। তাহলে সেই মুহূর্তে কি আমরা পাগল হয়ে যাই?? একদম নাহ। মানসিক সমস্যা শরীরের অন্যান্য রোগের মতই একটা সমস্যা। এরও চিকিৎসা আছে। ওষুধ আছে। মানসিক সমস্যা হলেই যে সবসময় মনোরোগ বিশেষজ্ঞের কাছে দৌড়াতে হবে এমনটি নয়। আমরা নিজেরাও আমাদের নিজেদের বিভিন্ন প্রকার মানসিক রোগের চিকিৎসা করতে পারি। ডাঃ মোহিত কামাল’এর এ বইটি আসলে এমনভাবেই লেখা।

আপনি মানসিক সমস্যায় ভুগছেন বলেই যে বইটি পড়বেন এমনটি না। মানুষের মনকে জানার সুযোগ পেতে পারেন এই বইয়ের মাধ্যমে।
‘কেন নামাজে দাঁড়ালেই উল্টা পাল্টা সব চিন্তা মাথায় এসে ভর করে?? আমরা নিজেরা উত্তর তৈরি করে নেই যে, আমি অনেক বেশি পাপ করেছি সেজন্যই এমটি হচ্ছে। আসলেই কি তাই??’

‘কেন রুমে তালা লাগিয়ে বার বার ফিরে আসি, টেনেটুনে দেখি ঠিক আছে কি না?? অফিসে বসে চিন্তা করি, সত্যিই কি তালাটা ঠিক মতন আটকাতে পেরেছি??’
এরকম অনেক প্রশ্নের উত্তর পেতে পারেন বইটি পড়ে।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.