| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

সুপ্রিও বন্ধুগণ,
আগামী কাল থেকে আমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা। আপনারা অনেকেই আমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এখানে আমি আমার পরীক্ষার প্রস্তুতির একটা সারমর্ম তুলে ধরলামঃ
প্রথমত, পরীক্ষার দিন যে শার্ট প্যান্ট পরে পরীক্ষা দিতে যাবো সেগুলো ভালো করে ধুয়ে ইস্ত্রি করে রেখেছি। কারণ সুন্দর পোশাক দেহ ও মন প্রফুল্ল রাখবে।
দ্বিতীয়ত, পরীক্ষা দেয়ার জন্য এক ডজন নতুন কলম কিনেছি।  খুব ভালো কলম। টিভিতে বিজ্ঞাপন দেখেছি, হাত থেকে মেঝেতে পড়ে গেলেও নষ্ট হয়না। তারপরও ভাবছি কোন এক হুজুরের কাছ থেকে কলম গুলোতে ফুঁ দিয়ে নেব। এতে লিখা দ্রুত হবে।
তৃতীয়ত, রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড লেমেনেটিং করে নিয়েছি। এবার আর বৃষ্টিতে ভিজে গেলেও কোন সমস্যা হবেনা।
চতুর্থত, পরীক্ষার হলে যাতে ঘুমিয়ে না পড়ি সে জন্য এখনি ভালো করে ঘুমিয়ে নিচ্ছি। হলে গিয়ে ঘুমিয়ে পড়লে তো আব পরীক্ষাই দিতে পারবো না। গত দুই দিন ভালোই ঘুমিয়েছি। আজকেও ঠিক মতো ঘুমালে ইনশাআল্লাহ কালকে পরীক্ষায় কোন সমস্যা হবেনা।
পঞ্চমত, অনেকেই ভাব দেখানোর জন্যই হোক আর যেজন্যই হোক, পরীক্ষার আগেরদিন লাইব্রেরীতে বই কিনতে ভীড় জমায়। আমি আবার এইসব ঝামেলা একদমই পছন্দ করিনা। সেজন্য আগেই বই কিনে বস্তাবন্দী করে রেখে দিয়েছি। এখন শুধু বস্তার মুখ খুললেই কেল্লাফতে। 
এইরেহ, এতো কিছু করতে গিয়ে এখনো শেভটাই করা হলো না। হাতে একদম সময় নেই। যাই শেভ করতে হবে।
ও হ্যাঁ, পরীক্ষাৱ প্রস্তুতির জন্য পড়ালেখা করা হচ্ছে একটা অপশনাল টপিক। আঁতেলরাই কেবল পরীক্ষার আগ পর্যন্ত টেক্সট বুকটা আগলে রাখে।  সারাদিন রাত কি এতো পড়ালেখা করে আল্লাহই জানে।
আমার বাপু সোজা সাপ্টা কথা, সারাবছর যেখানে পড়ি নাই সেখানে এই একদিন পড়ালেখা করে কি এমন মহাসিন্ধু জয় করে ফেলবো আমি? তাইতো ঠিক করেছি, পরীক্ষার হলে গেলে প্রশ্নটা তো পেয়েই যাবো। তারপর না হয় বাড়ীতে এসে সব প্রশ্নের উত্তর শিখে ফেলবো। ভালা বুদ্ধি না.......??
 
০৫ ই মে, ২০১৭  সকাল ৯:৫৩
নাদিম আহসান তুহিন বলেছেন: আহা,,,এইরকম মহাজ্ঞানের তথ্য থেকে আমি নিজেও তো বঞ্চিত ছিলাম,,
পরীক্ষার টেনশনে "যতই পড়ি ততই ভুলি" 
দোয়া করবেন,,,যাতে ভালো করতে পারি।
কলম ফুঁ এর ব্যাপারটা আরেকদিন একটা পোস্টে বিস্তারিত বলবো। তবে এই ধরণের একটা কুসংস্কার রয়েছে এখনো। সেজন্যই উল্লেখ করলাম বিষয়টা।
ভালো থাকবেন। ধন্যবাদ।
২| 
০৫ ই মে, ২০১৭  সকাল ৯:৫৮
শায়মা বলেছেন: এই রকম সাহসী পরীক্ষার্থীর কথা পড়ে আর অফলাইনে থাকতেই পারলাম না ভাইয়া!!!!!!
 
 
 
০৫ ই মে, ২০১৭  সকাল ১০:০১
নাদিম আহসান তুহিন বলেছেন: আপনিও অফলাইন থেকে এইরকম সাহসী পদক্ষেপ নিয়ে অনলাইনে এসেছেন বলে আমিও আর ঘুমিয়ে থাকতে পারলাম নাহ আপু।
৩| 
০৫ ই মে, ২০১৭  সকাল ১০:০৩
শায়মা বলেছেন: ঘুমাচ্ছিলে নাকি!!!!!!!!!  তো পরীক্ষা কখন!!!!!!  ![]()
 
০৫ ই মে, ২০১৭  সকাল ১০:০৬
নাদিম আহসান তুহিন বলেছেন: জ্বী এই একটু আগে ঘুম থেকে উঠেই পোস্ট লিখলাম
 
০৫ ই মে, ২০১৭  সকাল ১০:০৮
নাদিম আহসান তুহিন বলেছেন: পরীক্ষা কাল দুপুর ২টা থেকে। দোয়া করবেন।
৪| 
০৫ ই মে, ২০১৭  সকাল ১০:০৪
শায়মা বলেছেন: নাদিমভ আহসানস্কি তুহিনাদ্রি---এএসএম নাহিত→ A: Abu| S: Sayeed| M: Mohammad| N: Nadim| A: Ahsan| H: Habib| I: Imroj| T: Tuhin----৩ ফেব্রুয়ারি ১৯৯৫ তে ধরায় এসেছি।---গণিতশাস্ত্রে পড়াশোনা করছি।---টুকিটাকি রম্য লিখি।---২০০৮থেকে জাতীয় দৈনিকে মাঝেমাঝে লিখি। 
বাপরে !!!!!!!!! গণিত!!!!!! আমি আর নাই ...... ![]()
 
০৫ ই মে, ২০১৭  সকাল ১০:০৭
নাদিম আহসান তুহিন বলেছেন: গণিত আমার প্রিয় একটা সাবজেক্ট,,যদিও এখন পরীক্ষার জন্য খুব প্যারায় আছি।
৫| 
০৫ ই মে, ২০১৭  সকাল ১০:১৭
শায়মা বলেছেন: আমি তো গণিতের  নাম শুনলেই ...... অক্কা পাই ভাইয়া!!!!!!!!!
এখন কিন্তু আমি অক্কা পেয়েছি!!!!!!!!!
 
০৫ ই মে, ২০১৭  সকাল ১০:৪৫
নাদিম আহসান তুহিন বলেছেন: ইনালিল্লাহি,,,,,,,রাজিউন। কুলখানি কখন??? দাওয়াত দিয়েন কিন্রু।
৬| 
০৫ ই মে, ২০১৭  সকাল ১১:১১
শায়মা বলেছেন: নো ওয়ে!!!!!!!!!!
দাওয়াৎ দিলে আর কালকে ফিরে এসে পরীক্ষা দেওয়া হবে না ভাইয়া!
আমি কি তোমার এত অপকার করতে পারি বলো!!!!!!!
 
০৫ ই মে, ২০১৭  দুপুর ১:০১
নাদিম আহসান তুহিন বলেছেন: আহা, অপকারের কি আছে,,,আমার কাছে সবার উপরে খাওয়া সত্য তাহার উপরে নাই।
৭| 
০৫ ই মে, ২০১৭  দুপুর ১২:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ....
শুভকামনা থাকলো ভাই, প্রস্তুতি সফল হোক। 
আপনি অনেক প্রস্তুতি নিয়ে ফেলেছেন ভাই, আমি তো পরীক্ষার আগের দিন ঘুমিয়ে পড়তাম এক্কেরে পরদিন সকাল সাতটায় যাওয়ার প্রস্তুতি হে হে  আমি জানি আগেরদিন কোন পড়া মুখস্থ হয় না, শিখতে গেলে প্যাচ লেগে ভুল হয়
 
০৫ ই মে, ২০১৭  দুপুর ১:০৩
নাদিম আহসান তুহিন বলেছেন: ধন্যবাদ, আর কোন প্রস্তুতি বাকী আছে কি না বুঝতেছি নাহ। একটু যদি হেল্প করতেন? নাহয় তো পরে পরীক্ষাটাই খারাপ হবে।
৮| 
০৫ ই মে, ২০১৭  দুপুর ১:২৪
রবি হোসাইন বলেছেন: সেইম অব্স্থা আমার ও। পরীক্ষার আগের রাত কোপাইয়া প্রথম ৫ টা পরীক্ষার ৪ টায় পাস নিশ্চিত করে ফেললাম। বাকী আর একটা সেটাতেও কোপানো হবে। ছোট ভাইরা যেহেতু ভাল করছে আপনিও করবেন। দোয়া থাকিবে। দেখা হবে পরীক্ষার শেষে।
 
০৫ ই মে, ২০১৭  দুপুর ১:৫১
নাদিম আহসান তুহিন বলেছেন: ফেনী আসবা নাকি???
৯| 
০৫ ই মে, ২০১৭  দুপুর ১:৩৮
শায়মা বলেছেন: 
  
এই নাও !!!!!! ![]()
 
০৫ ই মে, ২০১৭  দুপুর ১:৫২
নাদিম আহসান তুহিন বলেছেন: আপেল?
১০| 
০৫ ই মে, ২০১৭  দুপুর ২:০০
শায়মা বলেছেন: হুম!!!!!!!! স্নো হ্যোয়াইট এ্যপেল!!!!!!!!!!!  
ভেবে দেখো ভেবে দেখো !!!!!!!!  হি হি হি
 
০৫ ই মে, ২০১৭  দুপুর ২:১৪
নাদিম আহসান তুহিন বলেছেন: স্নো হোয়াইট কণ্যাও কি আমার জন্য?
১১| 
০৫ ই মে, ২০১৭  দুপুর ২:১৯
শায়মা বলেছেন: মাই গড!!!!!!!!!! 
সেতো তোমার দাদীআম্মার দাদী আম্মার বয়সী হবেন!!!!!!!! 
তবে রক্ষা উনি বেঁচে আছেন আজও খোকাখুকুদের গল্পের বই এ ......
গল্পের বই এর কন্যাকে নিয়ে অবশ্য সুখে থাকতে পারো ভাইয়ু!!!!!!! ![]()
 
০৫ ই মে, ২০১৭  বিকাল ৩:৪২
নাদিম আহসান তুহিন বলেছেন: এইরকম একজনকে খুঁজে দিলেই তো হয়
১২| 
০৬ ই মে, ২০১৭  রাত ১২:০১
আমি চির-দুরন্ত বলেছেন: হলে গিয়ে আপনার
১/ প্রথম কাজ হবে আশে পাশে কয়টা মেয়ে কয়টা ছেলে বসেছে তার হিসেব করা।  
 
২/ প্রশ্ন পত্র শত বার পড়া
৩/ রুমে কয়টা ফ্যান আছে ,কয়টা লাইট দরজা জানালা আছে তা গননা করা। 
৪/ কে কয়টা অতিরিক্ত কাগজ নেয় তার তালিকা করা
৫। কলম গুলা বার বার ফাইলে ভরা আর বের করা।
৬। আধ ঘন্টা আগে প্রতিজ্ঞা করা যে পরের বার ভালো ভাবে পড়া শুনা করে আসব যাতে সোনা+ পেতে পারি
৭/ শেস ২০ মিনিট আগে খালি খাতা জমা দিয়ে বের হয়ে যাওয়া।
এই রুলে চললে আপনি পুরাই কাপাই দিবেন। ![]()
 
০৬ ই মে, ২০১৭  রাত ১২:০৯
নাদিম আহসান তুহিন বলেছেন: ১, ২ এবং ৬নং কাজ টা আমি এম্নিতেই করে থাকি।
৩,৪,৫ নং করার প্রয়োজন হয় না।
৭- আমি পুরো সময় শেষ হওয়া ছাড়া কাগজ জমা দিই না।
হাহাহা
১৩| 
০৬ ই মে, ২০১৭  রাত ১২:২০
সুমন কর বলেছেন: তা কোথায় পরীক্ষা দিতে যাওয়া হবে?
 
০৬ ই মে, ২০১৭  রাত ১২:৩৭
নাদিম আহসান তুহিন বলেছেন: পরীক্ষার হলে
১৪| 
০৬ ই মে, ২০১৭  সকাল ৮:৩৯
চাঁদগাজী বলেছেন: 
জাতীতে গাছের থেকে আগাছা বেশী জন্মেছে, সন্দেহ নেই।
 
০৬ ই মে, ২০১৭  সকাল ১১:৪১
নাদিম আহসান তুহিন বলেছেন: জ্বী ভাই, আই এম জিপিএ পাইপ
 
২১ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৩
নাদিম আহসান তুহিন বলেছেন: যতটা আগাছা ভাবছেন অতটা আগাছাও কিন্তু নই। ইউ হ্যাভ টু বুঝতে হবে।
১৫| 
০৬ ই মে, ২০১৭  সকাল ৮:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মেধাবীদের খুব বেশি পড়ালেখা করতে হয় না!
 
০৬ ই মে, ২০১৭  সকাল ১১:৪১
নাদিম আহসান তুহিন বলেছেন: এইতো বুঝতে পারছেন
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৭  সকাল ৯:২৬
মানবী বলেছেন: "চতুর্থত, পরীক্ষার হলে যাতে ঘুমিয়ে না পড়ি সে জন্য এখনি ভালো করে ঘুমিয়ে নিচ্ছি। হলে গিয়ে ঘুমিয়ে পড়লে তো আব পরীক্ষাই দিতে পারবো না। গত দুই দিন ভালোই ঘুমিয়েছি। আজকেও ঠিক মতো ঘুমালে ইনশাআল্লাহ কালকে পরীক্ষায় কোন সমস্যা হবেনা।"
"পরীক্ষাৱ প্ৰস্তুতির জন্য পড়ালেখা করা হচ্ছে একটা অপশনাল টপিক। আঁতেলরাই কেবল পরীক্ষার আগ পর্যন্ত টেক্সট বুকটা আগলে রাখে। সারাদিন রাত কি এতো পড়ালেখা করে আল্লাহই জানে।
আমার বাপু সোজা সাপ্টা কথা, সারাবছর যেখানে পড়ি নাই সেখানে এই একদিন পড়ালেখা করে কি এমন মহাসিন্ধু জয় করে ফেলবো আমি?"
- এমন মহা জ্ঞানের তথ্য এতোদিন জানা ছিলোনা দেখে নিজেকে বন্চিত মনে হচ্ছে। বিশ্বের সুবিশাল জ্ঞান ভান্ডারের কিছুই জানা হলোনা!!
বুদ্ধি শুধু ভালো না, মহা ভালো!!
দীর্ঘ অনুপস্থিতি দেখে ভেবেছিলাম পোস্ট জানতে চাইবো সব ঠিক আছেন কিনা! আজ নিজে এসেই পোস্ট দিয়েছেন আর পড়াসুনা নিয়ে ব্যস্ত আছেন জেনে ভালো লাগলো।
হুজুর কলমে ফুঁ দিবেন কিনা জানিনা, আমি নগণ্য মানবী প্রার্থণা করছি আপনার পরীক্ষা সুন্দর সহজ হোক, খুব খুব ভালো রেজাল্ট হোক আপনার।
ধন্যবাদ নাদিম আহসান তুহিন।