| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গরু আর মুরগি নিয়ে বহুল প্রচলিত দুইটা লজিক (যুক্তি) দেখুন-
→মানুষ গরু খায়, গরু ঘাস খায়। সুতরাং মানুষ ঘাস খায়।
→মুরগি কেঁচো খায়, মানুষ মুরগি খায়। সুতরাং  মানুষ কেঁচো খায়।
যুক্তিগুলো খুব মজার তাই না? পোস্টটি পড়ে দেখুন তো যুক্তিবিদ্যা কেমন লাগে?
 
আমার "ফান্ডামেন্টাল অব ম্যাথমেটিক্স" (মৌলিক গণিত) পরীক্ষার দুদিন আগের কথা। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সেদিন বইটা খুলে একটু দেখলাম। বইয়ের প্রচ্ছদটা খুব সুন্দর। প্রচ্ছদ দেখেই বইটির প্রতি একটা মায়া জন্মে গেছে। যে  প্রচ্ছদটা এঁকেছে (বইয়ের কোথাও তার নাম পেলাম নাহ) তাকে এত্তোগুলা ধন্যবাদ জানাই। খালি প্রচ্ছদ দেখে তো আর পরীক্ষা দেওয়া যাবেনা। তাই কয়েক পৃষ্ঠা উল্টেপাল্টে প্রথম চ্যাপ্টারটা ধরলাম।
ওমা একি?
এ যে লজিকের ছড়াছড়ি। চ্যাপ্টারের নাম "যুক্তির প্রাথমিক তত্ত্ব ও সত্যতা ছক"। ব্যস, আমিও শুরু করলাম যুক্তিতে মুক্তি খুঁজার উপায়।প্রথমেই যে লজিকটার প্রতি চোখ পড়লো তা হলোঃ
"যদি আমার ভাই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়, আমি তাকে একটি ঘড়ি দিব। হয় সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল অথবা আমি স্টেশনের বাইরে ছিলাম। আমি আমার ভাইকে এই সময় ঘড়ি দিইনি। সুতরাং আমি স্টেশনের বাইরে ছিলাম।"
কি যুক্তি মাইরি। আমার এক্কেবারে মাথার উপর দিয়ে গেলো। এইটাতে মাথা নষ্ট করার মানেই হয় না। পৃষ্টা উল্টে আগাতে লাগলাম। কত শত লজিক্যাল এক্সপ্রেশন।  মাথাটা একটা চক্কর দিয়ে উঠলো। বৃষ্টি আর শস্য উৎপাদন নিয়ে একটা লজিক চোখে পড়লোঃ
"যদি বৃষ্টি হয়, তবে শস্য ভালো হবে এবং শস্য ভালো হয় নাই, সুতরাং বৃষ্টি হয় নাই।'
এই যুক্তিটা একটু সহজ ও বোধগম্য ছিলো। সোজা কথা বৃষ্টি হয় নাই ফসলও ভালো হয় নাই। এত সহজ যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যাবে না। তাই মুক্তির যুক্তি অনুসন্ধান অব্যাহত রাখলাম।খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম মনের মতন একখান লজিক।
"যদি তুমি অধ্যয়নে মনোযোগী হও তবে তুমি পরীক্ষায় ভালো করবে।তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করনি। অতএব তুমি পরীক্ষায় ভালো করবে।"
প্রশ্নে এই লজিকটার বৈধতা যাচাই করতে বলা হয়েছে। (কেউ যদি না বুঝে থাকেন তবে লজিকটা আবার পড়ে দেখুন।)
আমিতো মহাখুশি।
যদি কোনমতে এই লজিকটা বৈধ প্রমাণ করতে পারি তবে আমি পরীক্ষায় ভালো করবো। কারণ আমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করিনি। অতএব লজিক অনুযায়ী আমি পরীক্ষায় ভালো করবো।
হা হা হা!!
কি মজা!!
ভেবেছিলাম শুধু লজিক দিয়েই পাশ করে ফেলবো।কিন্তু এখন এটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে, লজিকটি যদি ভুল হয় অর্থাৎ বৈধতা প্রমাণ না করা যায় তবে এটি অবৈধ হয়ে যায়। ফলে আমি আর পরীক্ষায় ভালো করবো না।
কিছু বুঝলেন???????? 
মনে হয় আপনাদেরও মাথার উপর দিয়েই গেছে। হেহেহে।
[নেক্সট "মেকানিকস" পরীক্ষা। সবাই দোয়া কইরেন]
 
২৩ শে মে, ২০১৭  দুপুর ২:০৪
নাদিম আহসান তুহিন বলেছেন: আমার অবশ্য যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা নেই। শুধু একটা চ্যাপাটার ছিলো ওই সাবজেক্টটাতে। ধন্যবাদ
২| 
২৩ শে মে, ২০১৭  দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাথার উপর দিয়াই গেছে ।
 
২৩ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৭
নাদিম আহসান তুহিন বলেছেন: হাহহা
৩| 
২৩ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৪
ভিটামিন সি বলেছেন: পন পন কইরা মাথার ঠিক উপ্রে দিয়া চই্ল্যা গেছে গা।
 
২৩ শে মে, ২০১৭  বিকাল ৩:৪৮
নাদিম আহসান তুহিন বলেছেন: হাহাহা
৪| 
২৩ শে মে, ২০১৭  বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন: 
আপনি মুল বিষয় ( সাবজেক্ট) কোনটি, আপনি কি ফাইন্যাল দিচ্ছেন?
 
২৩ শে মে, ২০১৭  বিকাল ৫:১১
নাদিম আহসান তুহিন বলেছেন: গণিত, এবার থার্ড ইয়ার ফাইনাল দিচ্ছি।
৫| 
২৩ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৫
চাঁদগাজী বলেছেন: 
ভালো করে অংক শিখেন, ভালো সাবজেক্ট
 
২৩ শে মে, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৭
নাদিম আহসান তুহিন বলেছেন: জ্বী ধন্যবাদ। দোয়া করবেন।
৬| 
২৩ শে মে, ২০১৭  রাত ৮:৫৪
কবীর বলেছেন: 
গনিত আর অংকের মধ্যে পাথক্য কি ???
 
২৩ শে মে, ২০১৭  রাত ৯:২৪
নাদিম আহসান তুহিন বলেছেন: গণিত পরিমাণ , সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণা। গণিতে সংখ্যা ও অন্যান্য পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হয়।
আর অংক হচ্ছে ০ থেকে ৯পর্যন্ত এই ১০টি।
অর্থাৎ, 
০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ প্রতিটি একেকটি অংক আর এই অংক গুলো কষতে গেলেই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা অন্যান্য হিসাব নিকাশ করি এগুলো সব মিলিয়েই হচ্ছে গণিত..
আপনার জিজ্ঞাসার জন্য ধন্যবাদ।
৭| 
২৩ শে মে, ২০১৭  রাত ১১:০০
ধ্রুবক আলো বলেছেন: এখানে কিচু যুক্তি আছে যা কিছুটা হলেও ভুল আছে । যেমন,, "যদি বৃষ্টি হয়, তবে শস্য ভালো হবে এবং শস্য ভালো হয় নাই, সুতরাং বৃষ্টি হয় নাই।'
বেশি বৃষ্টি হলেও ফসল নষ্ট হয়, পরিমিত বৃষ্টি হলেও ফসল নষ্ট হতে পারে  
  
 
যাউকগা ভাই, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম না আমি হারা জীবন ব্যবসায় শিক্ষার ছাত্র ছিলাম। বিজ্ঞানের বই এমনেই পড়তাম আরকি। 
আপনার লেখার মান খুব ভালো +
 
২৩ শে মে, ২০১৭  রাত ১১:৪২
নাদিম আহসান তুহিন বলেছেন: জ্বী এই ধরণের লজিককে Fallacy বলা হয়ে থাকে।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই। শুভ রাত্রি
৮| 
২৪ শে মে, ২০১৭  রাত ২:৩০
উম্মে সায়মা বলেছেন: মাথার উপর দিয়ে গেল আপনার লজিক ![]()
 
২৪ শে মে, ২০১৭  ভোর ৫:০৪
নাদিম আহসান তুহিন বলেছেন: আহা
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৭  দুপুর ১:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: যুক্তিবিদ্যা আমার কাছে একটি ফালতু বিষয় মনে হয়। আমাদের দেশে এই বিষয়ে পড়াশোনা না থাকাই ঠিক মনে করি।
দোয়া করি আপনার পরীক্ষা ভাল হোক।