| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ঘটনা ২০১৪ সালের। আমি তখন সবে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম। আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট এর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমজাদ এর মোবাইল নাম্বারটা তার কাছ থেকে নিলাম। নাম্বার নেয়ার পর তার নাম্বারে একটা মিসকল দিলাম যাতে সে আমার নাম্বারটা পেতে পারে। মিসকল দেয়ার কিছুক্ষন পর দেখি আমজাদের নাম্বার থেকে কল আসলো। আমজাদ তখন আমার সাথেই ছিল।
ওকে বললাম, কিরে কল দিতাছস ক্যান? 
আমজাদ বললো, কই নাতো। আমিতো কল দিচ্ছিনা। 
অতঃপর ওর মোবাইল চেক করা পূর্বক নিশ্চিত হলাম যে ও কল দিচ্ছেনা। আমি ওর নাম্বারটা উঠানোর সময় একটা ডিজিট ভুল করে ফেলছিলাম। মিসকল দেয়ার পর সেই নাম্বার থেকেই এখন কল আসতেছে।
আমি কল রিসিভ করলাম। ওপাশ থেকে একটা মিষ্টি মেয়েলি কন্ঠস্বর কথা বলে উঠলো-
মেয়েঃ হ্যালো, কে?
আমিঃ আপু সরি, আমি আসলে আমার ফ্রেন্ড এর নাম্বারে কল দিতে গিয়ে একটা ডিজিট ভুল করে ফেলছি। তাই আপনার নাম্বারে কল চলে গেছে।
মেয়েঃ ও, এটা কি রং নাম্বার?
আমিঃ জ্বী জ্বী এটা রং নাম্বার।
এটা বলেই আমি লাইন কেটে দিলাম। ৫ মিনিট পর ওই নাম্বার থেকে আবার কল আসলো।
আমিঃ হ্যালো?
মেয়েঃ আচ্ছা আপনি কি অমুক?
(কি একটা নাম বলছিল ঠিক মত বুঝি নাই)
আমিঃ না না। আমি আপনার পরিচিত কেউ না। আমি আসলে আমার ফ্রেন্ড এর নাম্বারে কল দিতে গিয়ে একটা ডিজিট ভুল করে ফেলেছি। তাই আপনার কাছে কল চলে গেছে।
মেয়েঃ ও আচ্ছা। এটা রং নাম্বারই তো। তাইনা?
আমিঃ জ্বি এটা রং নাম্বার।
মেয়েঃ আচ্ছা আপনার বাড়ি কোথায়?
(কন্ঠে অবিশ্বাস।)
আমিঃ আমার বাড়ি ফেনীতে।
মেয়েঃ ও তাহলে তো রং নাম্বারই।
আমিঃ হুম। আপনার বাড়ি কোথায়?
মেয়েঃ রাজশাহী।
আমিঃ আপনি কিসে পড়েন? 
(একটু খুশি খুশি কন্ঠে জিজ্ঞেস করলাম।)
মেয়েঃ আমার বিয়ে হয়ে গেছে। আমার জামাই দেখলে জিজ্ঞেস করবে তো তাই দেখছিলাম পরিচিত কেউ কিনা।
(জিগাইলাম কি? আর উত্তর দিলো কী?)
আমিঃ ও আচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।
টুট...টুট...টুট...
লাইন কেটে দিলাম।
ধুর। জীবনে এই প্রথম রং নাম্বারে একটা মেয়ের কাছে কল গেলো। তাও বিবাহিত। এইডা কিছু হইলো???
 
১৩ ই জুন, ২০১৭  রাত ১০:১৩
নাদিম আহসান তুহিন বলেছেন: এত মন্দ কপাল আমার ![]()
২| 
১৩ ই জুন, ২০১৭  রাত ১১:২১
সুমন কর বলেছেন: ২০১৪ সালে তুমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছ, তার অনেক আগে আমার এম.এস শেষ হয়ে গিয়েছিল (গণিতে), তাই তোমাকে তুমি করেই বললাম। একদিন প্রশ্ন করেছিলাম, পরীক্ষা কোথায়? তুমি সেটা না বুঝে, বলেছিলে পরীক্ষা কেন্দ্রে। আমি জানতে চেয়েছিলাম, পরীক্ষা কেন্দ্রের নাম। যা হোক, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছ? (উত্তর না দিতে চাইলে সমস্যা নেই)। 
লেখা মোটামুটি লাগল।
 
১৩ ই জুন, ২০১৭  রাত ১১:৩৯
নাদিম আহসান তুহিন বলেছেন: অবশ্যই তুমি করে বলবেন। আপনি আমার গণিতের বড় ভাই। যদিও আমি এখনো আপনার তুলনায় বাচ্চা। বলতে কোন সমস্যা নেই,,,জ্বী আমি ফেনীতেই পড়ালেখা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এইতো এইবার নিউ ফোর্থ ইয়ারর উঠলাম। আমার পোস্টে মন্তব্য করেছেন দেখে ভালো লাগল। আপনার ব্যাপারে জানতে আগ্রহ পোষণ করছি।
৩| 
১৪ ই জুন, ২০১৭  সকাল ১০:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: পরকিয়া করলে পারতেন। মানষে কয় ইহাতে নাকি আসল মজা।
 
১৪ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:০৯
নাদিম আহসান তুহিন বলেছেন: ওমা তাই নাকি?
৪| 
১৫ ই জুন, ২০১৭  রাত ১:২৯
শায়মা বলেছেন: পোস্ট পড়ে হাসছিলাম সুমনভাইয়ার কমেন্ট পড়ে আরও হাসছি । পরীক্ষা পরীক্ষাকেন্দ্রে তাই না!!!!!!  ![]()
 
২৪ শে জুন, ২০১৭  রাত ১১:৪৬
নাদিম আহসান তুহিন বলেছেন: হুম,,,পরীক্ষা তো পরীক্ষা কেন্দ্রেই হয়। হাহহা
৫| 
১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০৭
পার্থিব লালসা বলেছেন: ভাল লাগল
 
২৪ শে জুন, ২০১৭  রাত ১১:৪৭
নাদিম আহসান তুহিন বলেছেন: ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো। ভালো থাকবেন। ধন্যবাদ।
৬| 
২৪ শে জুন, ২০১৭  রাত ১১:৫০
শায়মা বলেছেন: ভাইয়া তোমার লাস্ট পোস্টে দেখলাম ভুতে ধরেছে!   
  
আরও ভুত দেখবে? মানে বোতল বন্দীগুলারও লিস্ট!
এমন অক্লান্ত পরিশ্রমী ভুত আর নাই।
 
২৪ শে জুন, ২০১৭  রাত ১১:৫৩
নাদিম আহসান তুহিন বলেছেন: হুম,,, ভুত থেকে বাঁচার উপায় খুঁজতেছি। দেখান তো দেখি ভুতের লিস্ট,,,আর রক্ষা কবচটাও জানাইয়েন।
৭| 
২৪ শে জুন, ২০১৭  রাত ১১:৫৫
শায়মা বলেছেন: http://www.somewhereinblog.net/blog/aponteje
http://www.somewhereinblog.net/blog/olibarbar
http://www.somewhereinblog.net/blog/ognibinabajao 
http://www.somewhereinblog.net/blog/oruptomarbani 
http://www.somewhereinblog.net/blog/oruptomarbani
http://www.somewhereinblog.net/blog/eisuvroei#nogo 
http://www.somewhereinblog.net/blog/odhirhawa
http://www.somewhereinblog.net/blog/bloodcolor 
http://www.somewhereinblog.net/blog/hill01 
http://www.somewhereinblog.net/blog/Multimamoni 
http://www.somewhereinblog.net/blog/gulapi
http://www.somewhereinblog.net/blog/monro
http://www.somewhereinblog.net/blog/herobos
http://www.somewhereinblog.net/blog/rudrotalha
http://www.somewhereinblog.net/blog/beguni 
http://www.somewhereinblog.net/blog/telabib01 
http://www.somewhereinblog.net/blog/alta
http://www.somewhereinblog.net/blog/hakemkhan 
এই নাও ভুতের লিস্ট!
রোজ রোজ ব্যানানা আইসক্রিম খেয়ে খেয়ে নবোদ্যমে আসে! 
নিজেদের কিছু নাই তাই অদক্ষ পারফরমেন্স! ![]()
 
২৪ শে জুন, ২০১৭  রাত ১১:৫৭
নাদিম আহসান তুহিন বলেছেন: আর রক্ষা কবচ?
৮| 
২৪ শে জুন, ২০১৭  রাত ১১:৫৮
শায়মা বলেছেন: কি দরকার ! সে তো তোমার হাতেই আছে!
 
২৫ শে জুন, ২০১৭  রাত ১২:০৩
নাদিম আহসান তুহিন বলেছেন: ব্লক?
৯| 
২৫ শে জুন, ২০১৭  রাত ১২:০৪
শায়মা বলেছেন: ব্লকের আগে ক্লক মানে একটু কান টানাও দেওয়া যেতে পারে! হা হা
 
২৫ শে জুন, ২০১৭  রাত ১২:০৫
নাদিম আহসান তুহিন বলেছেন: সেটা কিভাবে?
১০| 
২৫ শে জুন, ২০১৭  রাত ১২:০৫
নাদিম আহসান তুহিন বলেছেন: 
১১| 
২৫ শে জুন, ২০১৭  রাত ১২:০৬
শায়মা বলেছেন: হা হা 
  ![]()
 
২৫ শে জুন, ২০১৭  রাত ১২:০৯
নাদিম আহসান তুহিন বলেছেন: যদি কিছু মনে না করেন তাহলে [email protected] ইমেইলে বিস্তারিত জানাতে পারেন।
 
২৫ শে জুন, ২০১৭  রাত ১২:১১
নাদিম আহসান তুহিন বলেছেন: হাসছেন যে?
১২| 
২৫ শে জুন, ২০১৭  রাত ১২:১২
শায়মা বলেছেন: আচ্ছা জানাচ্ছি! 
 
২৫ শে জুন, ২০১৭  রাত ১২:১৪
নাদিম আহসান তুহিন বলেছেন: অগ্রিম ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৭  রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
হুশিয়ারে কল করেন, ডিজিট মিলায়ে দেখেন; আপনার আগামী রং নাম্বার থানার ওসির কাছে যাবার সম্ভাবনা