![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লু হোয়েল কী ??
ব্লু হোয়েল একটি গেম। যা রাশিয়ার একজন বিশ্ববিদ্যালয় বহিষ্কৃত ছাত্র Philip Budeiki কতৃক বানানো।গেমটিতে ৫০ টি টাস্ক থাকে। খেলার নিয়ম অনুযায়ি টাস্কের দেওয়া কাজগুলো করে তা ছবি তুলে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করতে হয়। গেমটির ৫০ তম টাস্কটি হলো আত্মহত্যা করা।
বাংলাদেশে ব্লু হোয়েল
বাংলাদেশে ব্লু হোয়েল এর কোন অস্তিত্ব নেই। যা শোনা যায় তা আসলে বাংলাদেশ এর অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এর অকল্যাণে। বেশ কয়েকজন ব্লু হোয়েল গেম খেলে আত্মহত্যা করেছে এধরনের গোজব ও শোনা যায়। যা আসলেই গুজব।
ব্লু হোয়েল গেমটির বর্তমানে কোন অস্তিত্বই নেই। সেখানে বাংলাদেশ এ এই গেম খেলে আত্মহত্যা করেছে তা সত্যিই হাস্যকর। এই গেমটি যখন ছিল তখন ও বাংলাদেশিদের ক্ষেত্রে এটা পাওয়াও অনেকটা স্বপ্ন এর মতোই। প্রথমতো এই গেমটি সাধারণ ইন্টারনেটে পাওয়া যায়। আরো একটি ইন্টারনেট জগত আছে যা ডার্ক/ডীপ ওয়েব নামে পরিচিত। আর এই ডার্ক ওয়েব এক্সেস করতে পারাটাও সহজ না। বাংলাদেশ এ খুব কম সংখ্যক মানুষ আছে যারা ডার্ক ওয়েব এক্সেস করতে পারে। আইটি স্পেলালিষ্ট ছাড়া এটি কারো দ্বারা এক্সেস করা সম্ভব না। আর এই গেমটির জন্য বিটকয়েন লাগে। আর বিটকয়েন ও কোন এভেইলেবল বিষয় না। যেই পুলাপান গুলো গেম খেলে আত্মহত্যা করছে বলে গুজব রটানো হয় তাদের কারো পক্ষেই এই গেম পাওয়া সম্ভব না। আর খেলা তো দূরের বিষয় ।
বাংলাদেশের মিডিয়া
বাংলাদেশের মিডিয়াগুলো তথ্যবহুল না হয়ে ব্যবসাকেন্দ্রিক হয়ে গেছে। গত কিছুদিন যাবৎ এই ব্লু হোয়েল কে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে যাচ্ছে। যার কোন প্রমাণ নেই। ভিত্তিহীন বিষয় গুলো ছড়িয়ে মানুষের মাঝে একধরনের আতঙ্ক তৈরী করছে। তারা দর্শককে আকর্ষণ করানোর জন্য এই ধরনের সংবাদ প্রচার করে । দর্শক কী এই ধরনের ভিত্তিহীন সংবাদ দেখার জন্য বসে থাকে। দেশ , বিদেশ এর যাবতীয় সঠিক সংবাদ ই জনগণ মিডিয়া গুলো থেকে আশা করে ।
সত্যিই ভাববার বিষয় দেশের প্রথম সারির নিউজ চ্যানেল গুলো কীভাবে কোন প্রকার তদন্ত ছাড়াই এইধরনের নিউজ চ্যানেল গুলোতে প্রচার করে। এই ধরনের সংবাদ দেখার ফলে বাবা মা তাদের সন্তান কে কতটুকু দুশ্চিন্তায় ভোগে তা বুঝা উচিৎ । এইসময়ে কয়েকজন পুলাপান আত্মহত্যা করায় সেইটাকেও তারা এই গেম খেলে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয় । যা বাবা মা কে আরো বেশি চিন্তিত করে তোলে ।
Jamuna TV এর ব্লু হোয়েল গেম কে নিয়ে করা Investigation টি যথাযথ হয়েছে। যা এই সময়ে খুব বেশিই প্রয়োজন ছিল। Investigation এর Link:
ব্লু হোয়েল - Investigation 360 Degree EP160 - Blue Whale
©somewhere in net ltd.