![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১/ চারপাশে শুধু চিৎকার আর চিৎকার শুনতে পাই।
কিন্তু কিভাবে সেটা সম্ভব ?
আমিতো বধির - কানে শুনি না।
২/ ট্রাঙ্ক খুলতেই ভয়ে গা শিউরে উঠলো। বিভ্রান্ত লাগছে। যা দেখলাম তা বিশ্বাস করতে ইচ্ছা করছে না।
এটা কিভাবে সম্ভব ?
- গতকালকেই রাখলাম দুটো মৃতদেহ ! আর আজকে দেখছি একটা !!!!!
৩/ নতুন একটা লাইট লাগলাম। হাতে তালি দিলেই, লাইট জ্বলে আর নিভে।
প্রথম প্রথম ব্যাপারটা মজাই লাগছিল। এনজয় করছিলাম।
কিন্তু কয়েক মিনিট পর থেকে শুরু হলো সমস্যা !
যখনই আমি হাত তালি দিয়ে লাইট জ্বালাই, তখনই বিছানার নিচ থেকে হাত তালি দিয়ে কে জানি লাইট নিভিয়ে ফেলে !
৪/ এক মাসের ট্রিপ শেষ করে আবার চলে আসলাম ঢাকায়। কাল থেকে একাকী ব্যস্ত জীবনের শুরু।
ঘরে ঢুকেই চলে গেলাম গোসলে।
গোসল শেষ করার পর, বাথরুমে ঝুলানো টাওয়েলটা ইউজ করতে গিয়ে দেখি - সেটা আগে থেকেই ভেজা।
টাওয়াল কিভাবে ভিজবে ?
শেষ এক মাস তো আমি ঘরেই ছিলাম না
৫/ কলিংবেল বাজতেই দরজা খুললাম।
বাইরে পুলিশের এক লোক দাঁড়ানো।
আমাকে দেখেই পুলিশের লোক বললেন : আপনি কি মিসেস আব্দুস সামাদ ?
আমি বললাম : জি।
পুলিশটি বললেন: সরি ম্যাডাম একটা খারাপ খবর দিচ্ছি - আপনার স্বামী কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনাতে মারা গেছে।
কথাটা শুনে ভয়ার্তভাবে, পিছন ফিরে খাবার টেবিলের দিকে তাকালাম।
- গরম গরম বেড়ে দেওয়া ভাতের প্লেট নিয়ে সামাদের মুখে অদ্ভুত হাসি ,চোখগুলো যেন কোটর থেকে বের হয়ে আসছে।
৬/ আয়নার সামনে দাঁড়িয়ে হাসি দেওয়ার পরও, আয়নাতে আমাকে হাসতে দেখলাম না।
[৭/ প্রতিদিন অফিস থেকে বাসায় আসতেই বাচ্চার হাসিমাখা মুখটা প্রথমে চোখে পড়ে।
আরো ভালো লাগতো - যদি বাচ্চার মুখের নিচের অংশটাও থাকতো ।
৮/ গাড়ি চালানোর সময় পিছনের আয়নাতে দেখতে পেলাম বন্ধু সুজন সিটে বসে বেঘোরে ঘুমাচ্ছে। বিরক্ত লাগছে এই ভেবে, শালাকে না কালকেই কবর দিয়ে আসলাম !
৯/ এতদিন ভাবতাম আমার বিড়ালটার নিশ্চয়ই কোন সমস্যা আছে ! এক দৃস্টিতে প্রায়ই আমার দিকে চেয়ে থাকে।
কয়েকদিন ভালভাবে লক্ষ্য করার পর বুঝতে পারলাম - বিল্লিটা আমার দিকে নয়, আমার পিছনে থাকা কারো দিকে চেয়ে থাকে !
১০ গ্রামের লোকেরা বলাবলি করে, জংগলে নাকি ভূত থাকে! ব্যাপারটা আমার কাছে হাস্যকর লাগে। কারণ জংগলে আমি ছাড়া আর কেউই থাকে না।
১১/ আমার বোন বললো, আম্মু নাকি ওকে মেরে ফেলেছে
আর আমার আম্মু বললো, আমার নাকি কোন বোনই নেই !
১২/ অনেক বছর পর মেহেদীর সাথে দেখা। চুটিয়ে গল্প হল অনেকক্ষণ। রাতে খাবার টেবিলে ছোট ভাইকে মেহেদীর সাথে দেখা হওয়ার ব্যপারটা জানানোর পর, ছোট ভাই ভয় পেয়ে ভীত কন্ঠে বললোঃ মেহেদী ভাইতো ৫ বছর আগে রোড এক্সিডেন্টে মারা গিয়েছে।
১৩/ অফিস থেকে বাসায় যাওয়ার সময়, রাস্তার এক ভিক্ষুক আমার পথ রোধ করে পেপার পড়তে দিল। পেপারের দিকে তাকিয়ে দেখলামঃ সেটাতে আগামীকালের তারিখ দেওয়া। আরও ইন্টারেস্টিং ব্যপারঃ পেপারের হেডলাইনে ভিক্ষুকের হাতে আমার খুন হওয়ার খবর!!
১৪/ মেকাপ ঠিক করতে আয়নার দিকে তাকাতেই শাহানা লক্ষ্য করলো, আয়নাতে ওনার কোন প্রতিচ্ছবি নেই।
১৫/ প্রচন্ড ক্লান্ত। শরীরটা বিছানায় এলিয়ে দিতেই রাজ্যের ঘুম জেঁকে বসল।
হঠাৎ কানের কাছে ফিসফিসিয়ে কে জানি বলে উঠল: টেবিলে খাবার বাড়া হয়েছে ! খেতে আসুন।
বুক ধক করে কেঁপে উঠল !
- ওই ফ্ল্যাটেতো আমি লাস্ট ২ বছর ধরে একা থাকি !
১৬/ বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলাম। বাচ্চাটা ভীত কণ্ঠে বললো: মা, আমার বিছানার নিচে যেন কি !
বিছানার নিচে উঁকি দিতেই, আমার বাচ্চার মতো দেখতে আরেকটা বাচ্চা কান্না কণ্ঠে বলতে লাগলো: মা, আমার বিছানার উপরে জানি কি !!
২| ২১ শে মার্চ, ২০২২ রাত ১১:১৪
ইন্দ্রনীলা বলেছেন: আসলেই এসব আমার সাথে হলে তো আমি সাথে সাথেই অক্কা পেতাম।
৩| ২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পোষ্টের নিচে দেয়া আপনার ছবিটা কোথায় !!!
২২ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৬
নাফি ইমতি বলেছেন: !!!!!!!!!!!!
৪| ২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৫১
হাসান মাহবুব বলেছেন: ৬ নাম্বারটা বিশেষ তাৎপর্যপূর্ণ মনে হলো। বাকিগুলার বেশিরভাগেরই থিম একইরকম। তবে পড়তে ভালো লেগেছে।
৫| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর পোষ্ট। খুব ছোট ছোট। কিন্তু গভীরতা আছে।
৬| ২২ শে মার্চ, ২০২২ রাত ১:২১
নূর আলম হিরণ বলেছেন: ভালো, তবে একই থিমকে বারবার ব্যবহার করাতে পড়তে পড়তে মজা কমে এসেছে।
৭| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৩
ফয়সাল রকি বলেছেন: বাহ বেশ ভালো।
৮| ২২ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৬
নীল আকাশ বলেছেন: ৩ নাম্বারটা দারুন লেগেছে।
বাকি সবগুলি সুন্দর।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৮
সাইফুল ইসলাম৭১ বলেছেন: অনেকদিন পরে সামুতে এসে মজা পেলাম। ধন্যবাদ।