নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ হোসাইন

▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.

নাহিদ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের বুঝতে শিখুন ।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৮

অনেক মেয়েরাই বলে যে, ছেলেরা মেয়েদের মন বুঝে না, এই পোস্টটি তাদের জন্য। পোস্টটি পড়ুন, আর নিজের দৃষ্টিভঙ্গি বদলান। আমরা ছেলেরা কাউকে ভালবাসলেই ঝট করে বলে দেই, পুরো পৃথিবীকে জানিয়ে দিই। কিন্তু একটি মেয়ের ভালবাসা সম্পূর্ণ আলাদা, তারা সহজে কাউকে ভালবাসতে চাইনা, ভালবাসলেও নিজের ভিতরে রাখে মুখে প্রকাশ করেনা, একবার যদি কোন মেয়ে কোন ছেলেকে ভালবাসে তাহলে সে তার আপ্রাণ চেষ্টা করে সেই ভালবাসাটিকে টিকিয়ে রাখার জন্য। মেয়েদের মন খুব নরম, সেই মন কারও প্রেমে পরলে আরও নরম হয়ে যায়, কিন্তু আমরা অনেক ছেলেরায় টা দেখি না/বুঝি না, আমরা শুধু মেয়েদের বাহিরের রাগ, অভিমান, ঝগড়াটা দেখি, কিন্তু বন্ধুরা সেই রাগ, অভিমান আর ঝগড়ার আড়ালেই লুকিয়ে আছে গভীর ভালোবাসা। #একটি_মেয়ের_মন_এটাই_চাই_যে_কেউ_তাকে_এতটা_ভালবাসুক_যতটা_ভালবাসা_কেউ_কাউকে_বাসেনি_আগে। আরে ভাই, আপনার ভালবাসার মানুষ আপনার সাথে রাগ দেখাবে নাকি অন্য কারও সাথে দেখাবে?? পোস্টে মেয়েদের পক্ষে কথা বলে ফেললাম, কিন্তু সব মেয়ে/ছেলেরা একরকম নয়, এবং তাদের ভালবাসার প্রকাশটাও একরকম নয়। এই পৃথিবীতে ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন তাদের ভালবাসা, ভিন্ন সেই ভালবাসার বহিঃপ্রকাশ, কেউ ভালবাসে কাউকে কষ্ট দিয়ে, কেউ ভালবাসে নিজে কেঁদে, আবার কেউবা ভালবাসে ঝগড়া করে। ভালবাসা ভিন্ন হতে পারে, ভালবাসার মানুষগুলো ভিন্ন হতে পারে, কিন্তু সকল ভালবাসার মানুষের লক্ষ্য একটাই যাকে ভালবাসি মন প্রান উজাড় করে ভালবাসি, ভালবাসবো, বেসে যাব জনম জনম ধরে। অনেক মেয়েরাই দেখি বিভিন্ন স্ট্যাটাস/পোষ্টে ছেলেদের বদনাম করে বেড়ায়। অনেক মেয়েরাই বলে যে "সব ছেলেরাই প্রতারক" আসলেই সব ছেলেরাই কি প্রতারক?? কোন মেয়ে কি তার বুকে হাত রেখে বলতে পারবে যে "সব মেয়েরা ভালো" একটি খারাপ ছেলের জন্য আপনি কেন বাকিদেরকে দোষ দিবেন?? ছেলেরাও দিল ফাটিয়ে ভালবাসতে জানে, শুধু সেই ভালোবাসা দেখার মত চোখ থাকতে হয়। আপনার জন্য আর আপনার ভালবাসার মানুষটির জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।



লিখাঃ নাহিদ হোসাইন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

রেজা এম বলেছেন: সুধু চেষ্টা করছি তাকে পাওয়ার :( :( :( :( । দোয়া করবেন :| :| :|

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

নাহিদ হোসাইন বলেছেন: আমিন

২| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

In2the Dark বলেছেন: ভাই কি মেয়েদের নিয়া গবেষণা করতাছেন?

শুভ কামনা আগাইয়া যান।

৩| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

In2the Dark বলেছেন: ভাই কি মেয়েদের নিয়া গবেষণা করতাছেন?

শুভ কামনা আগাইয়া যান।

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

নাহিদ হোসাইন বলেছেন: হুম করছি..... কবি বলেছেন মেয়েদের মন আকাশের রঙ..
আমি সঠিক রঙটা ধরতে চাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.