![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.
"ভালবাসার আবেগ"
লিখাঃ নাহিদ হোসাইন
আমি ধরতে গিয়েও ধরতে পারিনি তোমার হাত,
সেই হাত রাঙানো ছিল লাল রঙে।
আমি কাঁদতে গিয়েও কাঁদতে পারিনি,
চোখ ভিজেগিয়েছিল তোমার অশ্রুতে।
কিছু স্মৃতি এখনো আমায় কাঁদায়,
আজো মাঝরাতে দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে যায়,
কেন এত কষ্ট দিয়ে নিজেও কষ্ট পেলে?
কেন অবেলায় হারিয়ে গেলে?
জানিনা কোন অবহেলায়,
জানিনা কিসের নেশায়,
ভুল বুঝে ভালোবাসার চাঁদর ছিঁড়ে চলে গেলে তুমি।
জানি ফিরবে না, তবুও থাকবো অপেক্ষায় আমি।
কাছে পাওয়ার আগে হারিয়ে ফেলেছি তোমাকে,
কেন হারিয়ে গেলে ঠিকানাবিহীন দেশে?
তোমাকে ভালবেসেছি হৃদয়ের মণিকোঠায় যতনে সাজিয়ে রাখবো বলে,
সারাটিজনম ভালবাসবো বলে,
পারবো না তোমার মত নিষ্ঠুর হতে, পারবো না তোমাকে ভুলে যেতে।
কারণ সত্যিকারের ভালবাসা একবারি হয়, আমি ভালবাসি তোমাকে।
©somewhere in net ltd.