নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ হোসাইন

▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.

নাহিদ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার প্রহর

১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

অপেক্ষার প্রহর

~~মোঃ নাহিদ হোসাইন~~



শুধু তোমার জন্য এই মনে সপ্নগুলো হায়,

শুধু তোমায় নিয়ে ভাবতে ভাবতে দিন কেটে যায়,

ভালবাসা নিয়ে তুমি করেছ ছলনা,

অবুঝ মনটা তোমায় ভুলতে পারেনা।



শুধু তোমার কথা বার বার মনে পরে,

শুধু তোমায় ভেবে আজো চোখে অশ্রু ঝরে,

আমার জগতে আমি ছিলাম একা,

কেন হঠাৎ তুমি দিলে দেখা?



অবাক নয়নে দেখেছিলাম তোমার মিষ্টি হাসি,

তারপর বলেছিলাম তোমায় ভালবাসি,

এসেছিলে তুমি আমার চোখের কোনে,

আগলে রেখেছিলাম তোমায় মনের গহিনে।



ভুল বুঝে কেন তুমি গেলে হারিয়ে,

আমি আজো আছি তোমার অপেক্ষায় দাড়িয়ে।

আমি কেঁদেছি খুব তবুও তুমি এলেনা,

দু চোখের অশ্রুজল আজো থামলনা।



ভালবাসি তোমায় আমি বুঝলেনা কখনও,

ভুলতে পারছিনা তোমায় আমি এখনও,

ভুল বুঝে আমাকে করেছ তুমি পর,

ফিরলেনা তুমি, থাকবে অপেক্ষার প্রহর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এটা কবিতা না ভালোবাসার বিলাপ?
আবেগে কাইন্দালাইছি.....

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২০

নাহিদ হোসাইন বলেছেন: ভালো :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.