![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.
►লেখকঃ মোঃ নাহিদ হোসাইন
► ছেলেদের দৃষ্টিতে গার্লফ্রেন্ডঃ
গার্লফ্রেন্ড হল সে, যাকে অনেক বেশি ভালবাসা যায়, সে ভালবাসার পরিমান এত তীব্র যে সেখানে নিজের জীবনকে কেও তুচ্ছ মনে হয়।
গার্লফ্রেন্ড হল সে, যাকে যার রাগে লাল টুকটুকে মুখটা দেখার জন্য তাকে রাগানো যায়।
গার্লফ্রেন্ড হল সে, যার জন্য দুপুরের কড়া রোদে, কখনও বৃষ্টিতে, কখনও তীব্র শীতের সকালে, কলেজের গেটে, পার্কের বেঞ্চিতে অপেক্ষা করতে হয়।
গার্লফ্রেন্ড হল সে, যে কারণে-অকারণে রেগে যায়, তারপর একটু মিষ্টি করে সরি বললেই তার ভুবন ভুলানো হাসিটা ফুটে উঠে ঠোঁটের কোনায়।
গার্লফ্রেন্ড হল সে, যাকে প্রতিদিন রাতে গুড নাইট দিয়ে ঘুমাতে যাওয়া, প্রতিদিন সকালে গুড মর্নিং দিয়ে দিন শুরু করা।
গার্লফ্রেন্ড হল সে, যাকে জগতের সমস্ত কিছু একপাশে রেখে ভালবাসা যায়, যাকে মিস করা যায় প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে।
গার্লফ্রেন্ড হল সে, যার সাথে একদিন কথা না হলে, দেখা না হলে সব কিছু অর্থহীন মনে হয়।
গার্লফ্রেন্ড হল সে, যে আমি ঘুমিয়ে গেলেও ঘুমের মাঝে স্বপ্ন হয়ে আমার মাঝে জেগে থাকে।
গার্লফ্রেন্ড হল সে, যার চোখের এক ফোঁটা জল সহ্য করা যায়না, তখন ইচ্ছে করে জগতের সমস্ত সুখের পরশ দিয়ে তার চোখের অশ্রু মুছে দিই।
গার্লফ্রেন্ড হল সে, যে আপনার হাবভাব দেখেই বুঝে নিবে আপনি কি বলতে চান।
গার্লফ্রেন্ড হল সে, যে আপনাকে আপনার মত করেই ভালবাসবে।
► মেয়েদের দৃষ্টিতে বয়ফ্রেন্ডঃ
বয়ফ্রেন্ড হল সে, যাকে কারণে-অকারণে প্যারা দেয়া যায়, সে উঠবে, বসবে, খাবে, যাবে যা কিছু করবে সব আমার ইচ্ছায়।
বয়ফ্রেন্ড হল সে, যাকে নিয়ে K.F.C/ 5Star হোটেলে বসে খাওয়া যায়। (সব মেয়েরা নয় )
বয়ফ্রেন্ড হল সে, যার মানিব্যাগের ওজন হবে তার থেকে বেশি। (সব মেয়েরা নয় )
বয়ফ্রেন্ড হল সে, যার কাছে কিছুদিন পর পর আবদার থাকবে এটা গিফট দাও, ওটা গিফট দাও।
বয়ফ্রেন্ড হল সে, যাকে শুধু মিসকল দেয়া যায়। কখনও কখনও তার কলটি কেটে ভাব ধরা যায়।
বয়ফ্রেন্ড হল সে, যার অপর নাম ফ্লেক্সিলোড। (সব মেয়েরা নয় )
বয়ফ্রেন্ড হল সে, যাকে যখন খুশি তখন ঝাড়ি দেয়া যায়।
বয়ফ্রেন্ড হল সে, যার সাথে অকারণেই এতগুলা রাগ করে গাল ফুলিয়ে বসে থাকা, যাতে সে ন্যাকা ন্যাকা কথা বলে রাগ ভাঙ্গায়।
বয়ফ্রেন্ড হল সে, যাকে ইচ্ছামত অপেক্ষা করানো যায়।
বয়ফ্রেন্ড হল সে, যার পিঠে যখন খুশি তখন কিল মারা যায়।
বয়ফ্রেন্ড হল সে, যে একটি ভুল করলে রাগ করে কয়েকদিন পর্যন্ত আড়ি দিয়ে থাকা যায়।
বয়ফ্রেন্ড হল সে, যার রিপ্লাই আসতে ১মিনিট লেট হলেই তাকে ইচ্ছামত ঝাড়া যায়, তারপর বলা হয়, পাসওয়ার্ড দাও কার সাথে চ্যাটিং কর দেখব।
বয়ফ্রেন্ড হল সে, যে শুধু আমাকেই দেখবে, অন্য মেয়েদের দিকে ভুলে তাকালে চোখ উপড়ে ফেলার হুমকি দেয়া যায়।
বয়ফ্রেন্ড হল সে, যাকে কল দিয়ে ওয়েটিং পেলে.......................................... (বাকিটা আর নাই বললাম )
বয়ফ্রেন্ড হল সে, যার সাথে ঝগড়া করা যায়, সারাক্ষন খুনসুটিতে লেগে থাকা যায়।
বয়ফ্রেন্ড হল সে, যে শুধু আমাকেই ভালবাসবে, সে ভালবাসা এতটাই হবে যে, যে ভালবাসা কেউ কাউকে বাসেনি আগে।
► বিঃদ্রঃ সব মেয়েরা সমান নয়, পোস্টটি সব মেয়েদের উদ্দেশ্য করে লেখা হয়নি, কিছু টাইপের মেয়ে আছে যারা এমন করে, আর ভালো মেয়েরা আছে বলেই আজো পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা টিকে আছে।
২| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: বিঃদ্রঃ সব মেয়েরা সমান নয়, পোস্টটি সব মেয়েদের উদ্দেশ্য করে লেখা হয়নি, কিছু টাইপের মেয়ে আছে যারা এমন করে, আর ভালো মেয়েরা আছে বলেই আজো পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা টিকে আছে।
৩| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০
নাহিদ হোসাইন বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
৪| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৩
আলম দীপ্র বলেছেন: সুন্দর পোস্ট এ প্রথম ভালোলাগা ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮
নাহিদ হোসাইন বলেছেন: ধন্যবাদ..
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩
In2the Dark বলেছেন: আফসোস গার্লফ্রেন্ড নাই থাকলে হয়তো বুঝতে পারতাম।