নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ হোসাইন

▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.

নাহিদ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

মেয়ে মানুষ আপনি এদের সাথে চলতে পারবেন না, আবার এদের ছাড়াও চলতে পারবেন না....

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

►লিখাঃ নাহিদ হোসাইন (NHD)

►রিকশা দিয়ে ঘুরতে বের হলেন, সাথে আছে গার্লফ্রেন্ড। রিকশাওয়ালা রিকশা আস্তে আস্তে চালাচ্ছে, তখন আপনার জিএফ বলবে,
"কেমন বিএফ রে বাবা! রিকশাওয়ালাকে একটা ধমক দিতে পারেনা, রিকশা কেন আস্তে চালাচ্ছে?"

►যদি চুপচাপ বসে থাকেন, তাহলে জিএফ বলবে,
"কেমন বিএফ আমার খালি চুপ করে থাকে, কোন কথা বলে না, একদম বোরিং।"
আবার যদি জিএফ এর সাথে মজার মজার কথা বলেন থাহলে বলবে,
"কি ব্যাপার, ঘটনা কি? আজ এত ভাব কেন? লক্ষণ তো সুবিধার নয়।"

►ডেটিংয়ে গিয়ে যদি এমনিতেই অন্য দিকে তাকান, আশেপাশে কোন মেয়ে থাকুক আর নাই থাকুক আপনার জিএফ বলবে,
"ঐদিকে কি? চোখটা একদম উপড়ে ফেলব, সারাদিন খালি মেয়েদের দিকে তাকাও, আমাকে ভাল লাগেনা আর তাইনা? তা লাগবে কেন? আমি তো এখন পুরান হয়ে গেছি।"
আবার যদি শুধু তার দিকেই তাকিয়ে থাকেন, তাহলে বলবে,
"আমাকে এত দেখার কি আছে? আমি জানি এত সুন্দর নয়, এভাবে তাকিয়ে থেকোনা মেকআপ নষ্ট হয়ে যাবে" :P

►বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলেন/পার্টিতে গেলেন। আপনার অভিমানী জিএফ ফোন করে বলবে,
"আজ না আমাদের দেখা করার কথা ছিল। তুমি চলে গেলে ঘুরতে, আমার থেকে তোমার বন্ধুরা বেশী ইম্পরট্যান্ট তাইনা? ওকে ফাইন তুমি থাক তোমার বন্ধুদের নিয়ে, খবরদার আমাকে আর ফোন দিবা না" (টুট... টুট)

►আজ দেখা করার কথা, কোন কারণে আপনি ৫মিনিট লেট, ব্যাস শুরু হয়ে যাবে লঙ্কাকাণ্ড। রাগে লাল টুকটুকে হয়ে আপনার জিএফ বলবে,
"আমার ব্যাপারে কোন কেয়ার ই নাই তোমার। সেই কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করতেছি, আর তুমি এতক্ষণে এলে? যাও তোমার সাথে কথা নাই।"
অথচ জিএফ এর বেলায় ১ঘণ্টা লেট হলেও কিছুই না।
আরো হাজারো ব্যাপারে হাজারো রূপ আছে মেয়েদের, সব বলে শেষ করে যাবে না। তাইতো কবি বলেছেন, "মেয়েদের মন আকাশের রঙ"

►মেয়ে মানুষ স্রস্টার এক অপরূপ সৃষ্টি।
একটি মেয়েকে আপনি কখনই পুরোপুরি খুশি করতে পারবেন না, আর একটি মেয়ের মন কখনই বুঝতে পারবেন না, তারা হচ্ছে বহুরূপী। তাই আমার মতে তাদের সবগুলো রূপ মনোযোগ দিয়ে দেখা উচিত, হয়তো আসল রূপটা পেয়ে যেতে পারেন.... (নাহিদ)

আমার ফেসবুক লিঙ্ক

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭

মি: জন বলেছেন: বেশ ভাল হয়েছে।

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

নাহিদ হোসাইন বলেছেন: ধন্যবাদ :)

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

নিলু বলেছেন: আবার শোনা যায় , প্রেম চলমান থাকালে , রিক্সায় দুজন দুজনার দিকে শুধু চেয়েই থাকে কিন্তু বিয়ের পর , দুজনের একজন , আর দুজন দুজনের দিকে , তাকিয়ে থাকতে , নাকি মন চায় না , যানিনা কথাটি কতটুকও সত্য ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪১

নাহিদ হোসাইন বলেছেন: এটা বিয়ের পর বলতে পারবো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.