নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ হোসাইন

▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.

নাহিদ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

বড় ইচ্ছে করে......

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

লিখাঃ নাহিদ হোসাইন (NHD)

বড় ইচ্ছে করে ঘুম ভেঙে তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেতে,
ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে চাঁদের আলোতে হাঁটতে,
ইচ্ছে করে তোমার জন্য গীটারে সুর তুলতে,
ইচ্ছে করে তোমার হাসি মাখা মুখে সারাক্ষণ তাকিয়ে থাকতে।
ইচ্ছে করে তোমার সাথে বৃষ্টিতে ভিজতে,
ইচ্ছে করে তোমার সাথে নদীর পারে ঘুরতে।
ইচ্ছে করে তোমার সাথে ফুচকা খেতে,
ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে হারিয়ে যেতে দূর অজানায়, যেখানে নীল আকাশ হারায়।
ইচ্ছে করে চাঁদের আলো দিয়ে তোমার মুখখানি দেখতে,
ইচ্ছে করে তোমার কপালে আলতো করে চুমো একে দিতে,
ইচ্ছে করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাত ধরে রাখতে,
ইচ্ছে করে তোমার সকল ইচ্ছেগুলোকে পূরণ করতে।
ইচ্ছে করে তোমাকে আকাশের রঙ দিয়ে সাজাতে,
বড় ইচ্ছে করে তোমাকে আপন করে ভালবাসতে।

স্বপ্নের রাজকুমারী হয়তো আমি তোমাকে বলতে পারতাম তোমাকে আমি কতোটা ভালবাসি, আমি তোমাকে অনেক অনেক ভালবাসি। তোমাকে ভালবাসবো সারাটিজীবন। অনেকেই ভালবাসে, কিন্তু আমার মত পবিত্র ভালবাসা কয়জনে বাসতে পারবে? জীবনের শেষ নিশ্বাসটুকু নিতে চাই তোমার কোলে মাথা রেখে।
স্বপ্নের রাজকুমারী, বল তুমি আসবে কি? ভালবাসার পরশ নেবে কি? তোমায় ভালবাসতে দেবে কি?

ফেসবুকে আমি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


খারাপ হরমোনের প্রভাব?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

নাহিদ হোসাইন বলেছেন: তাই নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.