নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ হোসাইন

▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.

নাহিদ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

সম্পর্কের বাঁধন দেখা যায় না, এটি অদৃশ্য এক বাঁধন।
সম্পর্ক হয় বন্ধুত্বের, সম্পর্ক হয় ভালবাসার, সম্পর্ক হয় একসাথে চাঁদের আলোয় কিছুটা পথ হাঁটার, সম্পর্ক হয় খুনসুটিতে মেতে থাকার, সম্পর্ক হয় কাছে থাকার।
চলার পথে অনেকের সাথে সম্পর্ক হয়, সময়ের স্রোতে অনেক মানুষ হারিয়ে যায়। কেউ ভুল বুঝে, কেউ অকারণে ঝগড়া করে, আবার কেউবা মান-অভিমান করে।
একসময় নিজের ভুল বুঝতে পেরে সেই মানুষগুলো আবার ফিরে আসে কিন্তু তখন সম্পর্কের বাঁধনটা আগের মত থাকেনা, অবিশ্বাসের চাঁদরে ঢাকা পড়ে যায়।
একটি পবিত্র সম্পর্কে প্রিয় মানুষটির একটুখানি অবহেলা সহ্য করা যায়না, তার একটুখানি কটু কথা সহ্য হয়না, আসলে প্রিয় মানুষটিকে খুব বেশী ভালবাসা হয়তো তাই এমন হয়। তার অবহেলার কারণে নিজেকে গুটিয়ে ফেলতে ইচ্ছে করে সম্পর্কের মায়াজাল থেকে, কিন্তু সম্পর্কের বাঁধন টাতো ছিন্ন করা হয়না। আর ঐদিকে বিপরীত মানুষটা ভাবে সব শেষ করে দিতে চাচ্ছি তাই এমন করছি। কিন্তু একটিবারের জন্য এটা কল্পনা করে না, যাকে এত বেশী ভালবাসি তার সাথে রাগ করি রাগ ভাঙাবে বলে,
অভিমান করি আমাকে বুঝবে বলে,
কান্না করি কষ্টটা বুঝবে বলে, চোখের জল পড়ার আগে আমাকে হাসাবে বলে।
কিন্তু এমনতো আর হয়না উল্টো ভুল বুঝে সেই মানুষটা দূরে চলে যায়, হারিয়ে যায় অজানা কোন গন্তব্যে।

ভালবাসার সম্পর্কগুলো অনেক আলাদা, অনেক হৃদয়স্পর্শী। আবার সেই সম্পর্কের অবহেলাগুলো খুব বেদনাদায়ক, খুব কষ্টকর। সব সম্পর্কে কম-বেশী দুঃখ থাকে, কষ্ট থাকে। কষ্টের অনুভূতি ছাড়া কখনো সম্পর্ক গভীর হয়না, সম্পর্কের আসল মর্যাদা বুঝা যায়না। সেটি হতে পারে পরিবারের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, কিংবা প্রিয় মানুষটির সাথে বাঁধা অবুঝ সম্পর্ক।
অবুঝ বললাম কারণ, এই সম্পর্ক কোন লজিক মানেনা, কোন বাস্তবতা মানেনা, এই সম্পর্কের সিদ্ধান্তগুলো সবসময় মন থেকে নিতে হয়, আর অবচেতন মন কখনো আমাদের ভুল সিদ্ধান্ত দেয়, কখনো সঠিক সিদ্ধান্ত দেয়। তাইতো আজ চারদিকে সম্পর্কের এত হাহাকার। আমরা বার বার এই ভুলের সম্পর্কে জড়িয়ে পড়ি, বার বার নিজেকে কষ্ট দিই, কিন্তু কখনো থেমে থাকিনা নতুন স্বপ্নের আশায় এগিয়ে চলি দুর্গম পথের বাঁকে।

লিখাঃ নাহিদ হোসাইন (N H D)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: দারুণ! :D :D :D :D :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.