![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
▬►হ্যালো আমি মোঃ নাহিদ হোসাইন।\n▬►ডাকনাম: \"নাহিদ\"/ \"NHD\"\n▬►অন্যনাম: \"লাভ গুরু\"\n\nবর্তমানে \"বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে\" \"ইলেকট্রিকাল\" টেকনোলজিতে পড়ছি।\nঅবসর সময়ে কবিতা লিখি, গেমস খেলি, গান শুনি, নিজের গান রেকর্ড করি, গল্প লিখি, কল্পনা জগতের ভাবনাগুলো শেয়ার করি ইত্যাদি। আমার অবসর সময় কাটে ফেসবুক, আর পিসির সাথে। আমার অন্যান্য প্রতিভার বিকাশ ঘটতনা যদি আমি পলিটেকনিক জীবনে প্রবেশ না করতাম। সত্যি অনেক কিছু শিখেছি এই জীবনে আরও শিখছি, After All শিক্ষার কোন শেষ নেই, And I Would Love to Learn New Things.
মেয়ে তুমিই পারো একটা অগোছালো ছেলের জীবন গুছিয়ে তুলতে,
আবার তুমিই পারো, একটা গোছানো ছেলের জীবন অগোছালো করে দিতে।
মেয়ে তুমিই পারো, দুজন ভালো বন্ধুর সম্পর্ক ভেঙে দিতে।
আবার তুমিই পারো, সুন্দর প্রণয়ের সম্পর্ক গড়তে।
মেয়ে তুমিই পারো, সংসারে শান্তি আনতে,
আবার তুমিই পারো, শান্তি নষ্ট করতে।
মেয়ে তুমিই পারো, ছলনাময়ী, স্বার্থপর হতে,
আবার তুমিই পারো, প্রিয়মানুষটির জন্য সবকিছু ত্যাগ করতে।
মেয়ে তুমিই পারো, মন থেকে ভালবাসতে,
আবার তুমিই পারো, টাইম পাস করতে।
মেয়ে তুমিই পারো, রাতপরী হয়ে নিষিদ্ধ গলিতে হাঁটতে।
আবার তুমিই পারো, মাদার তেরেসার মত মহীয়সী নারী হতে।
মেয়ে তুমিই পারো, নীরবে হাজারো কষ্ট সহ্য করতে,
আবার তুমিই পারো, বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে।
মেয়ে তুমিই পারো, দায়িত্বহীনটার পরিচয় দিতে।
আবার তুমিই পারো, সবকিছুর দায়ভার নিয়ে দেশনেত্রী হতে।
মেয়ে তুমিই পারো, নিষ্ঠুর-মমতাহীনের মত আচরণ করতে,
আবার তুমিই পারো, অতুলনীয় মমতায় পরিপূর্ণ জননী হতে।
_______নাহিদ হোসাইন (N H D)
লেখাটি খুব ভোরে আমার ক্যাম্পাসের আশেপাশে হাঁটাহাঁটি করার এক পর্যায়ে লিখেছি...
©somewhere in net ltd.