নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

তবুও ভালবাসা

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫


ভালবাসার জগতটা হয় একেকজনের কাছে একেক রকম।ভালবাসা নিয়ে আমার নিজস্ব একতাটা উক্তি আছে:-
"ভালবাসা একটি ফুটবল ম্যাচ যেখানে বিয়ে নামক গোলটি খুব কমই হয়"
তাই বলে কি ভালবাসা থেমে থাকবে....??
না.....ভালবাসা সে তো আত্বিক,সে তো অমর।প্রত্যেকের জিবনেই ভালবাসা আসে।কেউ ভালবাসাবিহিন নয়।
কিন্তু আমরা কজন নিজের ভালবাসাকে ধরে রাখতে পারি....!!
কথায় আছে ১ম ভালবাসা হয় ভুল মানুষের সাথে।মেনে নিলাম।তাই বলে কি ১ম ভালবাসা ভুলা যায়..??
কখনো না।আপনার প্রিয় মানুষটির হয়ত বিয়ে হয়ে যায় অন্য কারো সাথে,আপনার পরাশোনা শেষ করতে করতে সে হয়ত ১ টি বাচ্চার জননী আর আপনি তখন একটা চাকরি নিয়ে বিয়ের কথা ভাবছেন।আপনি হয়ত ভাবছেন একসময়ের আপনার প্রিয় মানুষটি তো আপনাকে ভূলেই গেছে কিন্তু রাতের নিস্তব্ধতা হয়ত কোন এক নির্ঘুম রাতে সাক্ষী হয়ে রইবে যখন আপনি ঘুমন্ত স্ত্রীর পাশে শুয়ে তার কথা ভাবছেন আর পৃথীবির কোন এক প্রান্তে একটি মেয়েও তার ঘুমন্ত স্বামীর সাথে শুয়ে নিরবে চোখের জল ফেলছে।স্মৃতি যে বড্ড বেশি বেদনাদায়ক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.