| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহিদ ২০১৯
নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।
ঔ একটুকরো সাদা কাপড় মাঝে
কে লুকিয়ে আছে?কে সে?
আগরবাতির ধোঁয়ার কুণ্ডলী উড়ে, ছাই হয়ে
মাটিতে পড়ে
ওরা কাঁদে,আাবারো কাঁদে
কে লুকিয়ে আছে?কে সে?
প্রস্তুতি চলছে শেষ যাত্রার,ভারাক্রান্ত,অলস দেহ
দর্শক সারিতে উন্মাদনা কই!হাসি কই!
সবাই কাঁদে,আবারো কাঁদে
কে লুকিয়ে আছে?কে সে?
এই মেয়েটি কে?ছলছল চোখে
অন্তপানে,বাকহীন!
কোথায় যেন দেখেছি!কার কাঁধে মাথা রেখে
এক চিলতে হাসি এঁকে,কোন এক পড়ন্ত বিকেলে
আলাপরত!!সেই হাসি কই!
চারজনে মিলে উঠাল পালকি
একটুকরো সাদা কাপড়ে মোড়ানো সে যাত্রী
কে লুকিয়ে আছে?কে সে?
©somewhere in net ltd.