নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

কবি হতে আসিনি

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

আমি কবি হতে আসিনি,আমি এসেছি
মনের অব্যাক্ত কথাগুলো তোমায় বলব বলে।
রাত নামে,ঘোর আঁধার, ঘুমিয়ে পড়ে পুরো পৃথিবী
আর জেগে থাকে আমি আর আমার সত্তা।
নিজের সাথেই আমার এ আলো আঁধারি লড়াই

আমি কবি হতে আসিনি,আমি এসেছি
তোমায় মনে করিয়ে দিতে,আর নিচু মাথায় বলতে
আমি ভালই আছি,নেশা আর সিগেরেটের ধোঁয়ার মাঝে
চোখে আর ভদ্রতার চশমাটি নেই এখন,আর নেই
নেই কোন ভূবন ভোলানো হাসি,নেই।

আমি কবি হতে আসিনি,আমি এসেছি
তোমায় একবার ভাবনায় আনব বলে
তুমি ধিরে ধিরে কেমন আবছা কুয়াশা হয়ে যাচ্ছ
দূরে সরে যাচ্ছ অন্তরাল থেকে,মুছে যাচ্ছ
তোমায় ভুলিয়ে দিচ্ছে আমার জগত, দূরে সরে যাচ্ছ।

আমি কবি হতে আসিনি,আমি এসেছি
শুধু একবার তোমার হাতটি ধরব বলে
বুকে টেনে নিয়ে বলতে,কেন চলে গেলি এভাবে!
পূর্ণ পৃথিবীতে শুধু আমাকেই একা করে!একবার বলতে
কেন দিয়েছিলে মিথ্যে সুখ এই সত্য অনুভবে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.