নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

ইভান একটি বন্ধুর নাম

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৪

আমি খুবই পিচ্চি।তখন আমরা সিলেটের
শ্রীমঙ্গলে থাকি বাবার চাকরির সুবাদে।
বাবা BDR এ চাকরি করতেন।আমাদের পাশের
বাসাতেও আরেক BDR এর আংকেল থাকতেন
family নিয়ে।উনাদের গ্রামের বাড়ি ছিল
খুলনার বাগেরহাটে। আমরা ছিলাম ৩ ভাই
আর তারা ২ ভাই।আংকেলের বড় ছেলে
রেজোয়ান আর ছোট ছেলের নাম ছিল ইভান।
আর এই ইভান ই আমার জীবনের ১ম
বন্ধু,একেবারের পিচ্চিবেলার।ছোটবেলার
স্মৃতি নাকি সবচেয়ে বেশি মনে
থাকে,আমারো মনে আছে আবছা আবছা।
আমরা পিচ্চিকাচ্চার দল একসাথে
খেলতাম,দৌড়াদৌড়ি,লাফালাফি হরদম।
আমার আম্মা সহ অন্যান্য মহিলারা
সেলাইয়ের কাজ শিখতে রাওয়াতে যেত আর
আমরা বাইরে খেলতাম।ইভান ছিল তখন আমার
one and only পার্টনার, আমার সারাটা দিনের
সঙ্গী ছিল ও।কথায় আছে অতি সুখ কপালে সয়
না,বিচ্ছেদ দোড়্গড়ায় কড়া নারে।বাবার
বদলি হয়ে যায় ফেনি,আর আমরা চলে আসি
নেত্রকোনার বাসায়।ফেলে আসি আমার ঔ
পিচ্চিবেলার বন্ধুটাকে সিলেটে।তারপর
অনেক বছর কেটে গেছে।ক্লাস এইটে উঠে
ফেইসবুকের সাথে পরিচিত হলাম ইভান নামে
অনেকবার সার্চ দিয়েছি কিন্তু আমার সেই
কাঙ্খিত ইভানকে আর পাই নি।এখন আমি
আরো বড় হয়েছি।২ মাস পর university
admission দিব।তবে এখনো মাঝে মাঝে ঔ
বন্ধুটার কথা মনে পড়ে,কারন তুই তো আমার
১ম বন্ধু সেই পিচ্চিবেলার।

(সকলের কাছে অনুরোধ কেউ যদি এমন কাউকে চিনে থাকেন দয়া করে জানাবেন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.