| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহিদ ২০১৯
নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।
যখন রাত ঠিক বারোটা ছত্রিশ তখন ভাবি
জেগে আছো কি?ভাবছ কি আমায়?
বালিশ চেপে একপাশে শুয়ে রয়েছ কী?
তাকিয়ে রয়েছ কি মুঠোফোনটার দিকে?
অপ্রত্যাশিত কোন আলোকের আশায়?
যখন রাত ঠিক বারোটা ছত্রিশ তখন ভাবি
শুনছ কি ঔ গানটা?গুন গুন করে গাইছ কি আনমনে?
একটি রাস্তা থেকে শুরু,মনে পড়ছে কি কিছু?
ছুটে চলেছ কি তিন বছর আগেরকার স্মৃতির পিছুপিছু?
যখন রাত ঠিক বারোটা ছত্রিশ তখন ভাবি
সুখের দিনগুলো কি শেষ হয়ে গেল?
ফুরিয়ে গেল কি কথার ফুলঝুরি?চুপ কেন?
সময় কি তবে মায়া কে হারিয়ে দিল?
আজ তবে কে জিতল?তুমি না আমি?
যখন রাত ঠিক বারোটা ছত্রিশ তখন ভাবি
থেমে গেছে কি এই শহরের কোলাহল?নিলক্ষেতের ভিড়?
হকারের কণ্ঠ?নিভে গেছে কি ক্লান্ত হলুদ আলোটা?
বাড়ির পথ ধরল কি ফুচকার দোকানের ছেলেটা?
রাত এখন বারোটা ছাপ্পান্ন,ভাবছি
জেগে আছো কি?ভাবছ কি আমায়?
আমি ঘুমের রাজ্যে যাব,চিরদিনের জন্যে
আর তাকিয়ে থেকো না অপ্রত্যাশিত আলোকের আশায়।
©somewhere in net ltd.