নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

হতে পার?

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:৪৭

তুমি কি হতে পার চন্দ্রলোকের তারা?
দূর থেকে অল্প অল্প করে জ্বলবে
হিমুরা তোমার আলোয় হাঁটবে।জানো?
শত প্রেমিকের স্বপ্ন হবে তুমি,কবিতা হবে তুমি
কল্পনা হবে তুমি,চাইবে শুধু তোমার একটু খানি সাড়া।

তুমি কি হতে পার মোনালিসার হাসি?
এক পৃথীবি মানুষ তোমার প্রেমে পড়তে রাজি
হাজারো ভিঞ্চি তোমার হাসি আঁকতে রাজি
বাঁকা ঠোটের মায়ায় মজতে রাজি
জানো?তুমিই হবে জাগতিকতার প্রেম প্রেয়সী।

তুমি কি হতে পার ট্রয় নগরীর হেলেন
তোমার জন্য আবার আকিলিস হয়ে জন্মাতে পারি
সাম্রাজ্যের জন্যে নয়,ভালবাসার টানে লড়তে পারি
ইতিহাস হয়ত আবার নতুন করে লেখা হবে,সাক্ষী হবে?
জানো তো!আমি ঘৃণা কে ভালবাসায় রূপ দিতে পারি।

তুমি কি হতে পার সাদা মেঘের ঘুড়ি
তোমার জন্যে নাটাই হব,সূতোর বন্ধন হব
আগলে রাখব,আঁকড়ে থাকব তোমাকে
আসুক যত ঝড়,মহাপ্রলয় শত শত
আমি থাকব,দিগন্তের ওপাড়ে থেকেও সর্বদা তৈরি

তুমি কি হতে পার নীলাভ দুটি আঁখি
তোমার চোখেতে আমার নিজস্ব পৃথীবি দেখতে চাই
আস্থা দেখতে চাই,রাগ,আভিমান,পূর্ণতা-অপূর্ণতা সব
যদি কখনো ছলছল করে উঠে সে আঁখি
জড়িয়ে ধরে বলতে চাই,আমি ভালবাসা খুঁজে পেয়েছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ ভোর ৬:২৮

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: সুন্দর লিখেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.