নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

আমি একটা কবিতা লিখব

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২০

আমি একটা কবিতা লিখব বলে ভাবছি
সে কবিতায় আমি তোমায় রাখব না
থাকবে না তোমার পদকম্পনে নূপুরের আওয়াজ
আমি বলবো না যে তুমি সুন্দর
কিংবা প্রেমে পড়েছি তোমার।

না,আমি চাই না তুমি আমার মায়া হয়ে উঠো
আমি চাই না তুমি আমার লেখা হয়ে উঠো
কিংবা চাই না আমার ভাবনা হয়ে উঠো
আমার কবিতায় কোথাও থাকবে না তোমার নাম
কিংবা আমার স্পন্দন হয়ে উঠেছো সে কথা

আমি বলবো না লাল চুড়িতে তোমায় ভাল লাগছে
বলবো না ঝুপ বৃষ্টিতে তোমাকেই খুঁজেছি
কখনো বলবো না ফোনের স্কিনে তোমাকেই রেখেছি।

না,আমি তোমার কথা মনে করবো না
মনে করবো না তোমার সাথে কথা বলবার ব্যাকুলতা
মনে করবো না সেই হালকা বাদামী রঙ করা চুল
বলবো না তুমি সুন্দর

আমি লিখবো না তোমায় নিয়ে কিছু
কেউ জানবেই না অনলাইন জগতে তোমার ছবিতে দেয়া
লাভ রিএক্ট গুলো দেখেও আমার গা জ্বলে যায়
কেউ জানবে না তোমার কাজল দেয়া চোখজোড়ার রহস্য
জানবে না কেউ আমি তোমার ছবি এঁকেছি মনে
ক্ষয়ে যাচ্ছি ক্ষণে ক্ষণে।

শোন,একটা কবিতা লিখব বলে ভাবছি
সে কবিতায় আমি তোমায় রাখব না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৭

অক্পটে বলেছেন: ভালোইত লিখেছেন। কবিতায় তাকে রাখবেন না বলে যে কঠিন পণ করেছেন, শুরু থেকে শেষ অবধি তাকে নিয়েই কাব্যগাথা হয়েছে।

দারুণ! একটু ভিন্নরকম।

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৬

বুদ্বিমান গাধা বলেছেন: না বলে যা বলতে পেরেছি, বলে তা বোঝাতে পারিনি তাকে। অভিনন্দন,কবিতাটা চমৎকার লেগেছে আমার কাছে।
তার কথা লিখবেন না, বলেই সমস্ত আয়োজন জুড়েই তার অবস্থান।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৫

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: এ দেখি মহা সাগর - ভাল লাগা রেখে গেলাম

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৪

বিদেশে কামলা খাটি বলেছেন: দারুণ লিখছেন। সুন্দর।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০

*** হিমুরাইজ *** বলেছেন: তাকে কবিতায় না রেখেও তো ভাল একটা কবিতা হয়ে গেল!

৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: কবিতা লেখা অনেক কঠিন ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.