নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় প্রেম

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১১

তুমি বলেছিলে প্রেম কি?
আমি তখন ফেলফেল করে তাকিয়ে ছিলাম।
তুমি বলেছিলে মোহ মায়া কি?
আমি তখন নিশ্চুপ ছিলাম।
তুমি বলেছিলে ভুলে যেতে
আমি তখন অঝোরে কেঁদেছিলাম।

প্রিয়তম তোমার চুড়ির আওয়াজ আজো কানে বাজে
তোমার নুপুরের শব্দ দরজায় কড়া নড়ে।
তোমার সাথে কাটানো বদ্ধ ঘর বিদ্রোহ করে বসে
বাম স্তনের কালো তিলটা দৃশ্যপটে এঁকে উঠে
বাতাসে গায়ের মিষ্টি গন্ধটা ভেসে আসে।

তুমি বলেছিলে সুখী হতে
অনেক সুখী আমি।
প্রেম,মোহ-মায়ার অর্থ জানি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রেমের অর্থ জানার মতো দুঃসাধ্য কাজটি যেহেতু আয়ত্ত করতে পেরেছেন। সেহেতু সুখি না হয়ে কি আর পারা যায়?

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: বিশ্বাস বলছে, 'যাই'
বেদনা বলছে, 'এসো'
তুমি কি কিছু বলছো?

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪

ইমরান আল হাদী বলেছেন: কবিতা সুন্দর, তবে ফেলফেল হবে নাকি ফ্যাল-ফ্যাল হবে।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

তারেক ফাহিম বলেছেন: সুন্দর

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮

কানিজ রিনা বলেছেন: বালিশের তলায় ভাঙা চুরির আওয়াজ আজও
কি কানে বাজে? কোনও এক আগুন্তকের
জনে জনে মোহ আবেগ দানে মনে কি
আছে। প্রথম প্রেমের যার নিবেদনে চুরি
ভেঙে বিছানার তলে লুকানোর কথা।
না মনে নেই কারন আগন্তকরা প্রেমে
বিশ্বাসী না। সুন্দর কবিতা ধন্যবাদ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো

৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৪

আকিব হাসান জাভেদ বলেছেন: ভুলে যাওয়ার কথা বলে উঠলে দুনিয়া কেদেঁ উঠে । প্রেম ভুলার জিনিস না । সুখি হয়েছেন পেয়ে নাকি না পেয়ে তা জানতে ইচ্ছে করছে। কবিতায় হাসিমুখ ভােলোলাগা । সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.