নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫

জানো,আমার একটি শূন্য নদীর পাড় আছে
অতি গোপনে নজরে রেখেছি।
যখন হালকা শীত পড়বে
আর ঘাসগুলো ভিজে যাবে শিশিরে
তোমার হাত ধরে বেরোব।
তুমি কি রাজি হবে?

জানো,আমার একটি কড়ই গাছতলা আছে
খুব যত্ন করে আগলে রেখেছি।
যখন পড়ন্ত বিকেল হবে
আবছা লাল হয়ে আসবে পৃথীবিটা
তোমার কোলে মাথা রেখে গান শুনব।
তুমি কি রাজি হবে?

জানো,আমার একটি ছোট্ট কুঁড়েঘর আছে
একটু একটু করে তৈরি করেছি।
যখন প্রেম রাত্রি গ্রাস করবে জাগতিকতা
তুমি হবে আমার নিশিথিনী
তখন দরজায় কপাট পড়বে।
তুমি কি রাজি হবে?

জানো আমার একটি শূন্য হৃদয় আছে
দিনকে দিন আরো শূন্য হয়ে যাচ্ছে।
হয়তো আমি আর বেশিদিন থাকব না
নিশ্চুপ হয়ে যাব,নিঃশেষ হয়ে যাব
কিন্তু রেখে যাব শূন্য নদীর পাড়,কড়ই গাছ আর কুঁড়েঘর
তুমি কি সেখানের অশ্রুধারা হবে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

নাহিদ ২০১৯ বলেছেন: ধন্যবাদ

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৭

ইমরান আল হাদী বলেছেন: শূন্য হৃদয় পূর্ণ হোক প্রেমে।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

গজব আলী বলেছেন: সুন্দর...

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.