নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

পরীর কাছে আসা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

দুটি হাত কাছে টানে আমায়
যেন পরীর দুটি ডানা
হাসিটা ঠিক আগের মতই
কিন্তু চোখদুটি যেন কেমন
একটু বেশিই টানাটানা।

বলছি এক পরীর কথা
সাত বছর পর দেখা
আমায় দেখে কষ্টের হাসি হাসে
আর বলে
একি! আজো তুই একা!

কী যে বলি
উত্তর খুঁজে না পাই
নির্বাক হয়ে শুধু মাটির কণা গুনে যাই।

মিনিট দু-এক নিরবতা
পরী বলে
"চল ঐখানটায় গিয়ে বসি"
আরে! এ তো মেঘ না চাইতেই জল!
ইশশ!!
ইচ্ছে করছে এখনই বলে ফেলি
পরী আজও তোমাকে ভালবাসি।

পড়ন্ত বিকেলের সাক্ষী হয়ে বসে আছি
পরী বলে
"বিয়ে করিস নি যে?"
হাসি পাচ্ছে
কিন্তু ভয় মাখা চেহারা নিয়ে বললাম
অপেক্ষায় ছিলাম
একদিন আসবে সে।

পরী মুখ ফিরিয়ে নিল
চুলগুলো সত্যিই অপূর্ব
যেমনটি সাত বছর আগে ছিল।

আজ ফিরে যাচ্ছি অতীতে
সামান্য একটু ভূল বুঝাবুঝি
কেড়ে নিয়েছে একটা দীর্ঘ সময়
প্রার্থনা করি
আমার ভাগ্য যেন অন্য কারো না হয়

পরীর চোখে জল
কাঁপা - কাঁপা গলায় বলল
"কিছু তো একটা বল!"
অমতা অমতা করে বললাম
ভালবাসি
পরী তোমাকে ভালবাসি

অতৃপ্ত হাতদুটি আঁকড়ে ধরেছে আমায়
অবিরাম কেঁদে চলেছে
আচ্ছা তোমরাই বল
এই পাগলীটাকে কীভাবে থামাই?

জ্যোৎস্না দেখবে??
পরী মাথা নাড়ে
আজ আর কোন রাগ নেই
সবটুকুই ভালবাসা
শেষ করছি
এমনই যেন হয় প্রতিটি প্রিয়জনের কাছে আসা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বলতে যে পেরেছেন, এটাই বড় কথা।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.