নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

ঝড়

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬

অথচ তুমি বলেছিলে এক ঝড়ের রাতে আমাতে বিলীন হবে
পাঁজরের সবকটা হাড় পিষিয়ে দেবে তোমার বজ্রবন্ধনে
সবার অগোচরে দরোজায় কপাট পড়বে,আর
হঠাত বজ্রের ঝলকানিতে বেপরোয়া হব দেবীমূর্তির সন্ধানে

তুমি বলেছিলে আঁধারকে তুমি ভালবাসবে
আবদ্ধ কেশগুচ্ছ পাবে স্বাধীনতা
ঝুম বৃষ্টির শব্দে তুমি মাতাল হবে,আর
দীর্ঘ চুম্বনে হবে আমার আজন্ম সাধ,মৃত্যুর পূর্ণতা ।

তুমি বলেছিলে নীলরঙা চুড়ি ভেঙে যাবে
পুঁথির মালা হবে চূর্ণবিচূর্ণ
নরকের দেবতা উন্মাত্ত উল্লাসে মেতে উঠবে,আর
প্রেয়সীর চেনা গন্ধে পুরুষ পাবে সান্নিধ্য ।

তুমি বলেছিলে আমাকে তুমি ভালবাসবে
অভিমানের কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়বে আমার ঘরে
এক আকাশ মুগ্ধতা হবে আমার,আর
প্রেমিকার অবনত চোখ আত্মসমর্পণ করবে চুপ করে।

তুমি বলেছিলে একটি ঝড়ের রাত আমার হবে
অথচ দেখো,না পেয়েও রয়ে গেছে কত মুগ্ধতা
এ হৃদয়ে এখন প্রতি রাতে ঝড় আসে,আর
বেদনার আলিঙ্গনে পূরণ হচ্ছে আমার আজন্ম সাধ,মৃত্যুর পূর্ণতা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৮

হাবিব বলেছেন: পর পর দুটি ব্লগপোস্ট বেমানান।

২| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১

নীল আকাশ বলেছেন: ঝড়
লিখেছেন Nahid2019, ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬

আঁধার নেই
লিখেছেন Nahid2019, ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০২

আপনি লেখালিখিতে সুপার হিউম্যান হতে পারেন তবে ব্লগীয় নিয়মে প্রথম পাতায় একটার বেশি পোস্ট থাকলে সেটা মডারেটর সরিয়ে দিতে পারে। তাছাড়া এটা দেখতেও খারাপ লাগে। আশা করছি এখন থেকে সেটা মেনে চলবেন।

কবিতা বেশ ভালো হয়েছে। কিছু বানান যেমন হঠাৎ ভুল হয়েছে। ঠিক করে দিন।
ধন্যবাদ।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.