নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৫


একদিন আমি আকাশ ছুঁতে গেলাম
সেখানে একদল সাদা মেঘ আমাকে আপন করে নিল
আমি তাদের ভালবাসায় সিক্ত হয়ে রইলাম খানিকক্ষণ
আমি এখন মেঘ ভালবাসি।
আমি এখন মেঘ ভালবাসি,মেঘের কাছেই থাকি।

তারপর হঠাৎ কোত্থেকে একদল কালো মেঘ ভেসে এলো
আমায় তাড়িয়ে দিল
আমি বৃষ্টি হয়ে ঝরে পড়লাম
আমি বৃষ্টি হয়ে সদ্য যৌবনা তিলোত্তমার কপাল,গাল,চিবুক ছুঁয়ে ঝরে পড়লাম।
তার দেহের উষ্ণতা আমায় মোহ-মায়া শেখালো
আমি এখন তাকেই ভালবাসি।
আমি এখন তাকেই ভালবাসি,তার আঁচল ছায়ায় থাকি।

তারপর একদিন এক কাল পুরুষ এসে সেই শাড়ির আঁচল নিজের করে নিলো
আমায় তাড়িয়ে দিল
আমি আমার অসহায়ত্ব নিয়ে পাশে বয়ে চলা নদীর বুকে ঝাঁপিয়ে পড়লাম।
নাহ, নদী আমায় মরতে দেয় নি।
আমি শান্ত নদীর আদুরে ঢেউয়ে ভেসে যেতে থাকলাম অজানা পথে।
আমি এখন নদী ভালবাসি
আমি এখন নদী ভালবাসি, নদীর শীতল জলে গা এলিয়ে থাকি।

তারপর এই ধরনীতে একদিন হিমেল হাওয়া ছুটে এলো
আমার নদী শুকিয়ে কাঠ হয়ে গেলো।
আমি পড়ে রইলাম শুকনো কড়কড়ে মাটি আঁকড়ে ধরে
আমি এখন ধুলোবালি মাখা অলস দেহ নিয়ে পড়ে থাকি
আর অপেক্ষা করি একদিন সাদা মেঘ উড়ে আসবে
একদিন আকাশ ফুঁড়ে বর্ষা নামবে
আমার নদী আবার জেগে উঠবে
আমার তিলোত্তমা পাল তোলা নৌকায় বসে নদীর জলে পা ডুবিয়ে রাখবে
আমি অপেক্ষা করি
আমি অপেক্ষা করি।

ছবি :- সংগৃহীত

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.