নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

অন্তর্দহন

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:১২

আমি পুড়ে যাচ্ছি অসীম আগুনে
এ আগুন থেকে কেউ আমায় বাঁচাতে আসবে না।
আমার শ্বাসনালী পুড়ে পুড়ে ছাই হচ্ছে
আমার হৃদয়ে কালো ধোঁয়া জমে জমে হলোকাস্ট
আমি পুড়ে চলেছি দাবানলের মত, হেক্টরের পর হেক্টর।
আমার অনুভূতির চিত্রা হরিণ ছলছল চোখে ছুটে চলছে
আধপোড়া দেহ নিয়ে ছুটে চলছে একটু আশ্রয়ের আশায়।

আমি জমে যাচ্ছি হিমশীতল হাওয়ায়
উন্মুক্ত আমার গা, আমি জমে যাচ্ছি।
এই বরফের রাজ্য আমার গ্রাস করে নিচ্ছে
কাঁপা-কাঁপা কন্ঠে তবু আমি বাঁচার আকুতি করবো না।
হাত-পা অসার হয়ে আসছে।আমি এখানেই থেকে যাবো
আমি কালের প্রেমিক হয়ে এখানেই পড়ে থাকবো যুগের পর যুগ

আমি আধঘন্টা ধরে আলো ছড়িয়ে যাওয়া মোমের মত
জীবন শেষ হয়ে আসছে, ক্ষয়ে-ক্ষয়ে যাচ্ছি।
এখনি ফুঁ দিয়ে নিভিয়ে দিও না
আমি মোম গলা পানি হয়ে নীচের ভিত আঁকড়ে ধরে থাকবো।
নিজে জ্বলে আরোও খানিকটা সময় তোমায় আলো দিয়ে যাবো।

আমি বরং পিচ ঢালা পথ হয়ে রই।
তবু কখনো যদি আমার বুকের উপর পা রেখে ল্যাম্পপোস্টের নীচে বসতে ইচ্ছে হয় তোমার।
একটি বাদামের ঠোংগা আর এক কাপ চা
সদ্য খাওয়া চায়ের কাপ গড়িয়ে পড়ুক আমার উপর।
এভাবেই যদি তোমার ঠোঁটের পরশ পাই, মন্দ কি ?

আমি এভাবেই পুড়ে যাই, জমে যাই, ক্ষয়ে যাই এভাবেই আমি পিচ ঢালা পথ হয়ে যাই।
আমি পুড়ে পুড়ে কাজল হয়ে তোমার চোখে মিশে যাই।
এই অবেলায় অপ্রকাশ্য তীব্র অন্তর্দহন হয়ে আমি
তোমার বালিশ চেপে ধরা কান্না হয়ে মরে যাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৮

রাজীব নুর বলেছেন: কবিতা ভালৈ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.