নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

নাহিদ ২০১৯

নিজের সম্পর্কে লিখতে লজ্জা পাই,কারন নিজেকে নিয়ে বিশেষভাবে যে কি লিখবো তাই খুঁজে পাই ন।তবে হ্যাঁ আমি একজন মানুষ, রোবট নই এটুকু বলতে পারি।

নাহিদ ২০১৯ › বিস্তারিত পোস্টঃ

"ভাপানামা"

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৬

একসময় ২ টাকা দিয়ে বেশ বড়সড় সাইজের ভাপা পিঠা পাওয়া যেত। উপরে খেজুর গুড়ের প্রলেপ,ভেতরটা নারকেলে ঠাসা ধোঁয়া উঠা গরম গরম ভাপা পিঠা।ঠিক যেন শীতের সকালে ঘুম ঘুম চোখে স্বপ্নে আসা কোন সুন্দরী রানীর সুন্দরতম মুখ।
কালের বিবর্তনে সেই ভাপা পিঠা তার জৌলুস হারিয়েছে। অণুবীক্ষণযন্ত্র দিয়ে দেখলে দুই একটা নারকেলের দেখা মিলতেও পারে। দাম দশটাকা, কিন্তু সাইজে ছোট হতে হতে সেই শীতের রানী এখন রাজা লক্ষ্মণ সেনের দাসী-বাঁদির কাতারে গিয়ে ঠেকেছে। হায় অভাগী ভাপা..

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



ভাপা পিঠা, খেজুরের মিঠাই, খৈ, মুড়ি, সিংগারা, চা, সিগারেট ইত্যাদি নিয়ে পোষ্ট লেখার দরকার আছে? ইহাতে আপনি নতুন কি যোগ করবেন, আর আমরা নতুন করে কি জানার জন্য বসে আছি?

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০২

নাহিদ ২০১৯ বলেছেন: ভাই এত চেইত্তা যান কেন! একটা সহজ জিনিস সহজভাবে নিলে কি খুব কষ্ট হয় ?

২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


২০ হাজার টাকা ঘর ভাড়া দিয়ে থেকে, আপনাকে ফ্রি পিঠা খাওয়ানো সম্ভব? নিজে বিক্রয় করে দেখেন!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে ভাপাপিঠা যে ১০ টাকায় পাওয়া যাচ্ছে তাই বা কম কিসে। কিছুদিন পর হয়তো ৫-১০ টাকার নোটই থাকবে না। ছুটি নিয়ে গ্রামের বাড়ি গিয়ে আসুন ভাপাপিঠা সহ নানান শীতের পিঠাও খেয়ে আসুন।

আরো মজাদার লেখা প্রত্যাশা করছি তাই পোস্টে লাইক। +++

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১১

নাহিদ ২০১৯ বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: রাস্তায় যারা ভাপা পিঠা বিক্রি করে- খেয়াল করে দেখবেন তাঁরা খুজুরের গুড় দেয় না। আখের গুড় দেয়।

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১২

নাহিদ ২০১৯ বলেছেন: ভাই গুড় যে দেয় সেটাই অনেককিছু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.