নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমি নিজেকেই এখনো চিনতে পারিনি।

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত

আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত › বিস্তারিত পোস্টঃ

যত্তসব আবলতাবল

০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১

বাসা থেকে একটু সকাল সকাল বার হয়েছি। ভাবলাম অল্প রাস্তা সময় ও আছে হেটেই যাবো । সময় থাকলে আমি হাটি নিজের মনে নিজের ধ্যানে হাটতে থাকি । কতো কথা যে মনে হয় কতো কল্পনা আসে চোখের সামনে । নির্জনতা আরও ভালো লাগে । একা একা পথ চলা............. একা একা একা কথাবলা । আমার বন্ধু মামুন অনেক বড় চাকুরী করে । অনেক বেতন... আমাকে বলে চল ঘুরতে যাই গাড়ি টা নিয়ে । বিশ্বাস কর মামুন আমার কোন অবসর নাই সাপ্তাহিক ছুটি ১ দিন । তাও কোন সময় পাই কোন সময় পাই না । যদিবা পাই আমি আমার মধ্যেই সময় টুকু খরচ করতে চাই । বিশ্বাস কর মামুন রাতে ঘুমানোর সময়টুকুই আমার । তাও রাত ১২ টা থেকে ভোর ৫ টা । না ঘুমিয়ে নিজেকে সময় দিতে চাই কিন্তু ফলাফল ভালো হয় না । রাতে ঘুম না হলে সারাদিন অনেক খারাপ লাগে ।
প্লীজ মাইন্ড করিস না আমি তো সাথে যেতে পারবো না । আমি তোর মতো অনেক টাকা আয় করার চাইতে পেটে ভাতে বেচে থেকে মনের শান্তি টুকু পেতে চাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.