নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমি নিজেকেই এখনো চিনতে পারিনি।

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত

আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত › বিস্তারিত পোস্টঃ

মনে হচ্ছে ড্রাইভারের কলার ধরে ওই ময়লার মধ্যে ফেলে দেই

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৬

ভোর ৬ টায় বাসা থেকে বার হয়েছি । মেইন রোড এ আসলাম ৬.১৮ তে । অফিসের গাড়ি আসলো আরো ৫ মিনিট পর । ৭ টার মধ্যে পৌছাতে হবে। এত ভোর বেলা তাও মাঝে মাঝেই জ্যাম। জ্যাম এর কারন? রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী তুলছে । মনে গাড়ি থেকে নেমে ২ চড় দিয়ে বলি ওই বেটা রাস্তা টা কি তোর বাপের? আরেকটু সামনে ট্রাক স্ট্যান্ড , রাস্তা অর্ধেকটা জুরে ট্রাক রেখেছে, কাজেই জ্যাম । এর পর সামনে আবার জ্যাম কারন পুরা রাস্তা বন্ধ করে বড় একটা বাস টার্ন নিচ্ছে। মনে হচ্ছে ড্রাইভারের কলার ধরে ওই ময়লার মধ্যে ফেলে দেই। কিন্তু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোন উপায় নাই । কিছু করা তো দুরে থাক মুখে বল্লে ও আমার অস্তিত্ব থাকবে না । যদি দিনে একবার করে মহাসড়কগুলাতে প্রশাসনের লোক একটু টহল সাথে সাথে ব্যবস্থা এই রাস্তা গুলোতে জ্যাম কমে যায় বলে আমার বিশ্বাস ।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

মানবী বলেছেন: দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে খুব সহজেই এধরনের অপচর্চা বন্ধ করতে পারে। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে তাঁরা এমনটাই করে থাকেন।

দুঃখজনক ভাবে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু মন্ত্রী এমপি আর তাদের কুলাঙহগার সন্তান ও দলীয় গুন্ডা কর্মীদের নিরাপত্তা নিবে ব্যস্ত থাকে, জনগনের স্বার্থ সুবিধা সর্বোপরি দেশের আইন শৃঙ্খলার প্রয়োগের কধা তাদের মগজে ঠাঁই পায়না।

নিয়ম করে আমরা ভোট দিয়ে একদল স্বার্থান্বেষী লুটেরাদের ক্ষমতায় নিয়ে আসে জনগনের দুর্দশা দুর্ভোগ যাদের স্পর্শ করেনা। তাই আপনার ক্ষোভের চড়টা ওই বাস চালক বা ট্রাক চালকের প্রাপ্য নয় বরং মসনদের বসে থাকে লুটেরাদের প্রাপ্য।

পোস্টের জন্য ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামত এর জন্য।

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

আর্টিফিসিয়াল বলেছেন: ঠিক মনের কথাটা বলেছেন। হাজার হাজার ফ্লাইওভার করলেও এই জ্যাম, ভোগান্তি দূর হবে না। যত দিন না প্রশাসন সঠিক ব্যবস্থা না নেয়। রাস্তার ৫০% জায়গা দখল করে সবজি বাজার, ট্রাক স্ট্যান্ড , দোকানের মালামাল, ফুটপাতের দোকান আছে ।

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ ভাই আমাকে বুঝতে পারার জন্য।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

ঢাকাবাসী বলেছেন: হাজার হাজার ফ্লাইওভার করলেও এই জ্যাম দুর হবেনা। ড্রাইভাররা একেকটা মাস্তান তাদের আসকারা দেয় এক মন্ত্রী কাম শ্রমিক নেতা যাকে খোদ মাননীয় প্র.ম ভয় পান। এদেশে জ্যাম ছাড়ানোটা সরকারের সদিচ্ছা হলেই হয় কিন্তু তা কো্নদিন হবেনা। বিশ লাখ লাইসেন্স বিহীন ড্রাইভারকে ঘাটাবে এই সরকার? তার উপর আছে ঘুষের বিনিময়ে ফুটপাথে বসে ব্যাবসা করতে দেয়া লক্ষ লক্ষ হকার! সুতরাং ভুলে যান আর জামের মধ্যেই বাঁচতে শিখেন।

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভাই মাঝে মাঝে মনটা বিদ্রোহী হয়ে উঠে।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঢাকবাসীর সংগে একমত।

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমি ও একমত ।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

সজিব হাওলাদার বলেছেন: ঢাকবাসীর সংগে একমত।

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমি ও একমত।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

জহির উদদীন বলেছেন: দুঃখজনক ভাবে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু মন্ত্রী, এমপি, দলীয় গুন্ডা কর্মী, ঘুষ খাওয়া, বিরোধী মত দমন ও পদ লেহন করে নিজে উচ্চ পদে আসীন হওয়ার কাজে ব্যস্ত থাকে......

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ঠিক বলেছেন।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

সুমন কর বলেছেন: সমাধান চাই....কিন্তু হবে কি !!!

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সমাধান চাইলে হবে , যদি সবার চাওয়া এক থাকে।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সমাধান তো আমাদের কাছে, আমরা চাইলেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.