![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি
আমি চলে গেলে আমি চাই না কেউ আমার কাঁদুক । আমাকে ভেবে কেউ কষ্ট পাবে, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না । আমি ভালোবাসতে ভালোবাসি। ভালোবাসা পেতে অনেক ভালোলাগে। কষ্ট পেতে নয়। পেতে চাই মায়ের-বোনের-ভাই-বন্ধুর ভালোবাসা, প্রেমিকার আদর পেতে-দিতে বড় ইচ্ছে হয় । ভালোবাসতে ইচ্ছে করে প্রতিটি মানুষকে, গাছ ফুল-লতা পাতাকে, ছোট্ট টুনটুনি পাখিটাকে, সৃষ্টিকর্তা সৃষ্টিকে, মহান সৃষ্টিকর্তাকে। বিচ্ছেদ ব্যাথায় আমি কাঁদতে চাই না । কাউকে কাদাতে ও চাই না। আমার চাওয়া তো খুব বেশী কিছু নয় । চাই ভালোবাসা, চাই ভালোবাসতে।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৩
মোঃমোজাম হক বলেছেন: হৃদয় ছোঁয়া লেখা