![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি
ইদানিং কি যে হয়েছে শুধু ঘুম পায় । রাত সারে বারোটায় ঘুমাতে যাই সকাল সারে ছয়টায় ঊঠে ঘন্টাখানেক জেগে থেকে আবার ঘুমাই । এগারোটা পর্যন্ত ঘুম। কেন যে এতো ঘুম আসে । ঘুম থেকে উঠে কিছু করতে ইচ্ছে করে না । নাস্তা করে আবার শুয়ে থাকতে ইচ্ছা করে। আরমোড়া ভেঙে উঠে গোছল করে অফিস এর উদ্দেশে বার হই । মাঝে মাঝে রিকসা না নিয়ে আনমনে হাটতেই থাকি । কতো কিছু ভাবনা আসে মনে । এভাবে একা একা হাটতে খারাপ লাগে না। অবশ্য এভাবে হাটতে গিয়ে কয়েকবার অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে বেচে গেছি। কল্পনার জগত থেকে ফিরে আসি বাস্তবে । কঠিন বাস্তবতা । সৃষ্টিকর্তা বিনা কারনে কাওকে সৃষ্টি করেননি । আমি জানি না এই সৃষ্টি জগতে আমার কি প্রয়োজনীয়তা । আজকাল বড্ড অপ্রয়োজনীয় মনে হয় নিজেকে ।
১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩২
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আপনার কথাটা অনেক উচ্চমার্গীয় মনে হলো । আপনি ঠিকই বলেছেন ভাই । একা একা সৃষ্টিকর্তাকে স্বরন করলে, সৃষ্টিকর্তা যেভাবে চান ঐভাবে চাইতে পারলে হয়তো সম্ভব তাকে পাওয়া.... তার সান্নিদ্ধ পাওয়া ।
২| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
অনন্ত শুভ্র হৃদয় বলেছেন: বিদায় সামু
১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
তুমি তুমার ভালা ভালা পোস্ট লইয়াই থাকো,
আমার প্রথম পোস্টে কি এমন যা তা ছিলো যে পরের পোস্ট রি-চ্যাক করতে গিয়া দেখি যে প্রথম পাতায় আসেনা,
ছড়া না কবিতা সব ছাগল মার্কা লেখা প্রকাশিত হয় আর আমার লেখা হয়না????
১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভাই বুঝলাম না কি বলতে চাইছেন ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মানসিক চাপে আছেন মনে হয়। মেডিটেশন করতে পারেন। একজন আমাকেও পরামর্শ দিল।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মেডিটেশন টা অনেক জরুরী । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: শব্দের বানানের দিকে নজর দিন জনাব।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৮
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, চেষ্টা করবো ভাই । ভুলটা ধরিয়ে দিলে উপকৃত হবো।
৫| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: একা থাকার দরকার কি?
বই পড়ুন।
২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: বই পড়ার অভ্যাসটা কিভাবে যেন বিলুপ্ত হয়ে গেছে । পরামর্শের জন্য ধন্যবাদ ভাই ।
৬| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৮
পদ্মপুকুর বলেছেন: ১১ বছর ব্লগে থেকে ১০০টির মত পোস্ট দেয়ার পর আপনার কাছ থেকে এ ধরনের ফেবু মার্কা পোস্ট আসা উচিৎ হয়নি।
২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ ভাই । অনেকদিন পর এলাম তো । ঠিক হয়ে যাবে আশা করি ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টির কারণ নিয়ে আপনার সাথে অবশ্যই আলাপ করবেন। আপনি একা থাকার চেষ্টা করেন; নবী মুসা (আ: )'এর সাথে যখন উনার কথা হয়েছিলো, মুসা (আ: ) একেলা ছিলেন।