![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি
সিটি নির্বাচন, অফিস ছুটি। বেলা সারে দশটায় ঘুম থেকে উঠলাম নাস্তা করলাম । সাড়ে এগারোটায় মহল্লার এক বন্ধু ফোন করলো চল ভোট দিয়ে আসি। ওকে দোস্ত দুই মিনিট দাড়া দশ মিনিটের মধ্যে আসছি। পুরা এলাকাতে কেমন যেন উৎসবের আমেজ। পরিচিত মুখ যাদের হয়তো অনেক বছর দেখি না তারাও আছে । ভোট দিতে এসেছে । ছোট ভাই, বড় ভাই, চাচা, ভাতিজা, মামা, ভাগিনা । প্রবিণদের চা দোকানের আড্ডা । প্রশাসনের লোক ও আছে । কড়া পাহারা । ভোট কেন্দ্রের কাছে ছোট ছোট টেবিল নিয়ে দলিয় লোকজন বসে আছে ভোটারদের সাহায্য করছে, কার কোন বুথ । আমার পাচ নাম্বার বুথ প্রায় বারোটা বাজে কেন্দ্রের ভেতর সিরিয়াল কম। আমার আগে একজন এসেছে অনেক ভাবে তার আঙ্গুলের ছাপ মেলানোর চেষ্টা করছে । টিসু, কাপড় দিয়ে ঘষে , ভ্যাসলিন লাগানোর পর ও কোন ভাবেই তার আঙ্গুলের ছাপ মেশিন চিনতে পাড়ছে না । আমার ভাগ্য সুপ্রসন্ন একবারেই হয়ে গেলো ।ঝটপট তিনটা ডিজিটাল ব্যালোটে ভোট দিয়ে বার হয়ে আসলাম । দেশের নাগরিক হিসাবে একটা দায়ীত্ব শেষ করলাম ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫১
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হা ভাই বেশির ভাগ লোক এর ই ভাগ্য ভালো ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: আমি আমার নাগরিক দায়িত্ব পালন করি নি।
বাসা থেকে বের হয়েও ভট দেই নি। ফিএরে এসেছি।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ছুটিকে কাজে লাগিয়েছেন বিশ্রাম নিয়েছেন।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
যারা বলছে, অন্যেরা মেশিনের বোতাম ( অথবা মার্কায় ক্লিক) টিপেছে, তারা কি সত্য বলেছে?
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৪
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কে যে সত্য কে যে মিথ্যা বোঝা ভার ।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৫
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমারও ভাগ্য ভালো এক চান্সেই কাজ হয়ে গেছে,সব মিলিয়ে মিনিট খানেক সময় লাগছে ।