নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমি নিজেকেই এখনো চিনতে পারিনি।

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত

আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ করোনা

২৯ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৪

সকাল বেলা মনে হলো কে যেন আমার নাম ধরে ডাকছে । মেইন গেট খুলে দেখি মুখে মাস্ক সারা শরীর ঢাকা পিপিই দিয়ে । হাতে মশা মারার ফগ গান মেশিন । আমি চিনতেই পারিনি । আবার কথা বলে উঠতে চিনলাম আমার বন্ধু, একই এলাকাতে থাকি । ও নিজেই বের হয়েছে মশা মারার ওষুধ ছিটাতে । বলে রাখি আমার বন্ধুটি উচ্চ শিক্ষিত । বিদেশি বায়িং হাউজে জব করছে । এই বয়সে অনেকদুর উঠে গেছে । আমরা কোরান্টাইন এ আছি । কিন্তু কিছু লোক আমাদের সবার জন্য কাজ করে যাচ্ছে । ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী এবং এসব স্বেচ্ছা শ্রমে যারা কাজ করে যাচ্ছে । সেলুউট যানাই এই বীর যোদ্ধা দের।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাদের একবার করোনায় পাকড়াও করার পরে
কাবু না করতে পেরে ফিরে যায় তাদের কাছে নাকি
দ্বিতীয় বার ঘেষেণা করোনা। সুতারাং দেশের স্বার্থে
সেইসব ভাগ্যবানরা করোণার প্রতিরোধে ভুমিকা রাখতে
পারেন। করোনা তাদের দেখলে ভয়ে পালাবে।

২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:০৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: পরম করুনাময় যেন আমাদের রক্ষা করেন

২| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: করোনা মানুষের সাথে পারবে না।
জয় হবে মানুষের।

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ঠিক বলেছেন ভাই ।

৩| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:০৬

নেওয়াজ আলি বলেছেন: Salute

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: খারাপের আধিক্যে আমরা অগোচরে থাকা ভাল মানুষদের কথা ভুলে যাই। এমন একজন ভাল মানুষের কথা লিখেছেন, এজন্য ধন্যবাদ।

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.