![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি
বাংলাদেশে কঠিন লকডাউন এর মধ্যে যখন কেউ বাসার বাইরে যাচ্ছে না। যখন আমাদের অফিসের ৩৫০ কর্মির মধ্যে সিকিউরিটির লোক ছাড়া কেউ নাই তখনও মাঝে মাঝে অফিসে যেতে হয়েছে। না গেলে কেউ বেতনের টাকা পাবে না। ফান্ড ম্যানেজ করে । এইচ আর এর লোক ও আসেনি । আগের মাসের শিট দেখে নিজেই আরেকটা শিট তৈরি করলাম। দুজন সাইনিং অথোরিটি তারা বাসার বাইরে আসতে পারছেন না করোনার কারনে বাসায় যেয়ে সাইন করিয়ে ব্যান্কে জমা দিয়ে ঐ মাসের বেতন নিশ্চত করলাম । তখন রিক্সা ছাড়া কোন পরিবহন নাই রিক্সাতে ও উঠতে ভয় পাই । গরমের মধ্যেও পায়ে হেটে যাওয়া আসা করি। এখন মাস্ক ২টাকায় ও পাওয়া যাচ্ছে। অথচ আমি সার্জিক্যাল মাস্ক ৩০ টাকা দিয়ে ও কিনেছি। বাসায় এসে পরনের সব কাপড় ধুয়ে ফেলি, গোসল করি । মানিব্যাগ, মোবাইল, বেল্ট স্যানিটাইজার দিয়ে মুছে ফেলি । জুতার নিচে, উপরে স্প্রে করি। বেশ কিছুদিন বাজারেই যাইনি। বাজার থেকে কিছু আনলে সেটা ভালো করে ক্লোরিন মেশানো পানিতে ধুয়ে ঘরে ঢুকাই । ছুটিকালিন সময়ে অতিষ্ট না হয়ে, বাসায় কিছু না কিছু কাজ করার চেষ্টা করেছি। এতো কিছুর পরও সকালের মিষ্টি বাতাস, অসময়ের হালাকা কুয়াশা, রাস্তার ধারে, রেল লাইনের ধারে লোক সমাগম না থাকায় ছোট ছোট হালকা সবুজ ঘাস উপভোগ করতাম।
২৮ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: যা মনে এসেছে লিখে ফেলেছি, দ্বিতীয়বার পড়েও দেখিনি । আমি খুব একটা লিখিনাতো, এই জন্য লেখা একটু দুর্বল হয়ে গেছে । এর পর ভালো করার চেষ্টা করবো ।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১২
মেহেদি_হাসান. বলেছেন: লকডাউনের মধ্যে আমিও উপভোগ করেছি।
২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩২
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হা উপভোগ করাটা রপ্ত করতে হয় ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: যাই হোক, করোনা থেকে সাবধান থাকুন।
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ ভাই । সাবধান থাকার চেষ্টা করে যাচ্ছি।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এবারের লকডাউনে রোজা খুব ভালো কেটেছে আমাদের । ঘুম থেকে উঠার চিন্তা ছিলো না
০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: একদম ঠিক বলেছেন । ধিরে সুস্থে সুন্দর ভাবে সেহরী, ইফতার, নামাজ, ঘুম সব কিছুই হয়েছে। তখন আমাকে সীমিত আকারে অফিসে যেতে হয়েছিল, ব্যাপারটাও খারাপ লাগেনি পথ ঘাট সব খালি, কোন বায়ুদুষন, শব্দ দুষন নাই।
৫| ০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৩
খায়রুল আহসান বলেছেন: সামু ব্লগে এক যুগ (১২ বছর) পূর্তিতে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি!
করোনা ভাইরাস ২০২০ সাল জুড়ে বিশ্বব্যাপী ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে। তবে তার পাশাপাশি বিশ্বের মানবসমাজ এবং জলজ ও স্থলজ প্রাণী ও পক্ষীকূলের জন্য একটা দূষণমুক্ত পরিবেশও উপহার দিয়ে গেছে। মানবের অত্যাচার কমে যাবার ফলে প্রকৃতিও হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে।
০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হা এতো আতঙ্কের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সমুদ্রের কাকড়া, সমুদ্র সৈকতের ঘাস গুল্ম । বায়ু দুষন কমে শুন্যতে নেমে এসেছিল ।
৬| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৯
ওমেরা বলেছেন: আমাদের কোন লকডাউন ছিল না, লকডাউনের মজাও বুঝলাম না ।
০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৭
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: লকডাউনে যারা ছিল তারা কি আসলেই ভালো ছিল ? ঐ সময়টা ছিল আতঙ্কের। বরং যারা বাধ্য হয়েছি বের হতে তারা ব্যস্ততার মধ্যে থেকে ভুলে গেছে আতঙ্ক।
৭| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৫২
শায়মা বলেছেন: ভাইয়া চাঁদগাজীভাইয়ার কথায় কি লেখাই বন করে দিলে!!!!
২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: না আপু চাঁদগাজীভাইয়া সঠিক সমালোচনা করেছেন। আমি শুধরে নেওয়ার চেষ্টা করছি। লেখালেখি অনেক ধৈর্যের বিষয়। সব সময় ধৈর্য ধরে লিখতে পারি না। তবে সবার লেখা পড়তে চেষ্টা করি। পড়তে আমার ভালো লাগে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
লেখা টানছে না, দুর্বল লেখা