![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি
আমি বলছি না আমার আমাকে মুখে তুলে খাইয়ে দিতো,
ডাইনিং টেবিল এ খাবার তুলে দিতো। এটা আমি সচেতন ভাবেই পছন্দ করতাম, আম্মা জানতেন।
যে রাতে চলে যাবেন ঐ রাতেও আমিকে তুলে দিতে গিয়ে চামচ ভালো ভাবে ধরতে পারছিলেন না।
আমি বললাম থাক আমি নিজেই নিচ্ছি।
কোনদিন বলিনি আম্মা আমি আপনাকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসি,
যখন তখন জড়িয়ে ধরতাম আম্মু আম্মু করে কান ঝালা পালা,
আমার আম্মু পাখিটা কই ? দুই মাস বারোদিন হলো দেখি না।
নিজ হাতে মাটির বিছানায় শুইয়ে দিয়েছি, একটা একটা করে বাঁশের কন্চি.........। প্রতি মুহূর্তেই মিস করি সবার আড়ালে কাঁদি, আমি পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। আমার সবচাইতে কাছের বন্ধু, যে আমাকে সবচাইতে ভালো বুঝতো।
আম্মা আমি আর রাতে এসে কথা বলার কাউকে পাই না। কেউ আমাকে বুঝতে পারে না। আমার আবেগ কেউ বোঝে না। অনেক রাতে এসে দেখে যায়না আমি ঠিকমত ঘুমাচ্ছি কিনা। সকালে উঠিয়ে দেয় না।
এখন কোন ওষুধে প্রেসার নিয়ন্ত্রণ হচ্ছে না। ডাক্তার ডাবল পাওয়ারের ওষুধ দিয়েছে, কাজ হচ্ছে না । আমি জানি আমি নিঃস্বেষ হয়ে যাচ্ছি। কার জন্যই বা বাঁচবো?
১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সমবেদনা জানাই আপনার আমার মতো মা হারা সব সন্তানদের জন্য।
২| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর লেখা।
১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:৫১
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সুন্দর মনের সুন্দর মন্তব্যের জন্য ।
৩| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রায় কবিতার মতো লেখা!!
১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৪
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য।
৪| ২০ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৯
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো।
২১ শে জুলাই, ২০২২ দুপুর ২:২৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
বিষাদ সময় বলেছেন: আমার অবস্থাও আপনার মত। মা কে হারিয়েছি সাড়ে ছয় মাস। মানুষ যে এ রকম নিঃস্ব, রিক্ত, সর্বহারা হতে পারে তা আমার জানা ছিলনা। চোখের কোন আমার শুষ্ক থাকে খুব সময়..............
আপনার আম্মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন সেই দোয়া এবং আপনার প্রতি সমবেদনা।