নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমি নিজেকেই এখনো চিনতে পারিনি।

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত

আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত › বিস্তারিত পোস্টঃ

আমার স্বাধীনতা

২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:২৮

২০ তালা বিল্ডিং হবে, নাকি আরও বেশি। দিন রাত ঘড়ঘড় যান্ত্রিক শব্দ।
সারা রাত পাথর আর রডের গাড়ি আনলোড হয়েছে। রাস্তা দিয়ে এখন আর ঠিক ভাবে হাটতে পারি না। ভারি যানবাহন চলাচলের কদাকার চিন্হ।
আমি উত্তর দিকের আকাশটা দেখিনা এখন আর,
পূর্ব আর দক্ষিণ দিকেও কংক্রিটের পাহাড়।
এবার পশ্চিম আকাশ ও আমার জন্য আর থাকবে না। আমার বাসার সামনে এক চিলতে জায়গা খালি, ওখানেই মাঝে মাঝে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি।
শকুনের চোখ পড়েছে বহুদিন থেকেই।
সুউচ্চ ইমারত করতে চায়, আমার নাকি চাকরির দরকার হবে না, পা তুলে খাবো, প্রাসাদ বানিয়ে দেবে।
আমি ক্লান্ত ওদের বোঝাতে পারিনা ওই সুউচ্চ প্রাসাদ আমার চাইনা, এতো সুখ আমার জন্য নয়।
আমার মায়ের ছোঁয়া, বাবার পদচারনা যেখানে ছিলো ওটাই আমার জান্নাত।
ওরা আমার আকাশ কেড়ে নিতে চায়, নির্মল বাতাস কেড়ে নিতে চায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০০

সামিয়া বলেছেন: ভালো লাগলো লেখাটি

০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: অনেক ধন্যবাদ আপু লেখাটি পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.