![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি
স্মৃতি নামক বইটা সব সময়ই সঙ্গে আমার, লেখা গুলো পড়া কষ্টকর।
অশ্রু আর ক্লান্তির জলে বিবর্তন হতে হতে এখন দুর্পাঠ্য ।
চোখ ও যে বিদ্রোহ ঘোষনা করেছে আর সময় দেবে না।
স্মৃতির পাতায় লেখা গুলো হাতড়ে যদি কিছু পাওয়া যায়।
মলিন মলাটে সোনালী হরফের কিছু কিছু আজও দৃশ্যমান।
বইটার ওজন অনেক বেড়ে গেছে, বয়ে বেরোনোর শক্তি প্রায় শেষ।
আজকাল কেউ কেউ ওটাকে ফেলে নতুন আনকোরা কিছু দিতে চায়।
ওরা তো জানে না এতো বছরের ঘাম আর অশ্রুর কতো দাম।
০৪ ঠা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ৮:৪০
শায়মা বলেছেন: স্মৃতির ওজন বাড়ে .......বইটার ওজনও তাই বেড়ে চলে
০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৩
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ওজন বাড়তেই থাকে,
স্মৃতির ওজন এক সময় বহন করা কষ্টকর হয়ে যায়। ভালো থাকবেন শায়মা আপু ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: ওকে। ওকে।