নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.nahidlink.com

নাহিদ

সময়ের তটরেখাগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়, ফলে কখনো সম্পর্ক হয় গাঢ়, কখনো হালকা সেটা সময়েরই দোষ। আমরা তো মেঘের মতো উড়ে বেড়াচ্ছি সময়ের উপর দিয়ে, যেমন উড়ে বেড়ায় মেঘ আকাশের উপর দিয়ে। কেমন করে যেন সময়ের গোলক ধাঁধাঁয় পড়ে গিয়াছি আমরা, চাইলেও বাহির হতে পারি না। সেই সকাল, দুপুর রাত্র। একই নিয়মে চলেছি আজীবন । যেমন টা আজীবন সম্মাননা পুরস্কার পায় অনেকে।এ হচ্ছে সময়ের খেলা। সময় আমাদের নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে, ছোটবেলায় ছেলেমেয়েরা যেমন দুষ্টমি করতে ভালোবাসে, অনেকটা সেরকম। অনেক সময়ের গল্প করলাম, এখন আমি নিজের গল্পতে। লিখে চলেছি আমি, নিশ্চুপ নক্ষত্রের ছড়ানো রেড়িয়ামের মতো। এ আলোতে যখন ছাদে দাড়াই, নিজেকে বেশ অচেনা মনে হয়।

নাহিদ › বিস্তারিত পোস্টঃ

ই-কারেন্সী এর মাধ্যমে মোবাইল/বিকাশ রিচার্জের জন্য আর নয় দৌড়াদোড়ি। ঘরে বসেই রিচার্জ করুন যখন খুশী।

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

কখনো মোবাইল রিচার্জ খুব জরুরী হয়ে পড়ে, কিন্তু অনেক কারণে হয়ত হাতের কাছে রিচার্জ পাওয়া যায় না। আবার অনেক সময় মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে দোকানে যাওরে.... লাইনে দাঁড়াওরে.... টাকা ঢুকাওরে... উফ্!!!!X((X(( কিন্তু আপনি চাইলে এখন ঘরে বসেই রাতে-দিনে, ঝড়-বাদলায়,ঠান্ডায়-গরমে যখন খুশী অনলাইন থেকে আপনার মোবাইল রিচার্জ করে নিতে পারেন।



তো আসুন শুরু করা যাক ঘরে বসে মোবাইল রিচার্জ।



প্রথমে ভিজিট করুন http://www.onlinerecharge24.com ওয়েবসাইটটি। তারপর ডানদিকে উপরের ফর্মটি পুরন করে sing up লেখাতে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।



রেজিস্ট্রেশন শেষ হলে আপনার ই-মেইল ঠিকানায় একটি কনফার্মেশন মেইল যাবে। মেইলটি ইনবক্সে না পেলে স্পাম বক্স চেক করুন। আপনার মেইল এর লগইন পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।

বেস হয়ে গেল আপনার ই-ওয়ালেট, যখন খুশি টাকা রিচার্জ করে আপনার মোবাইল সুতরাং ঘরে বসেই শুরু করে দিন মোবাইল রিচার্জ, যখন খুশী তখন।



রিচার্জ করার আগে ওয়েব সাইটটির টার্ম পড়ে নিতে ভুলবেন না কিন্তু।এ

আপনি এই সাইট থেকে সব ধরনের ই-কারেন্সীর মাধ্যমে সেবা পেতে পারেন।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ভাই ওয়েবসাটটা ত খুলতেছে না।

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

নাহিদ বলেছেন: সাইট তো অপেন হচ্ছে।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

পিচ্চি পোলা বলেছেন: মামা,
Server not found.
যে ওয়েবসাইটের সার্ভার যখন তখন গড়বড় হয়ে যায় সেই ওয়েসাবইটের সাথে আর্থিক লেনদেনের মতো বোকামি পৃথিবীর আর কিছুতে আছে কি না জানা নেই। এ ধরনের ওয়েবসাইট হওয়া উচিত উচ্চ নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন (এসএসএল সার্টিফায়েড) এবং নির্ভরযোগ্য সার্ভারে হোস্ট করা। ফ্রি কিংবা ১ ডলারের সার্ভারে নয়। /:)

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

নাহিদ বলেছেন: বাঘিনা, মোবাইল দিয়া ব্যবহার করলে সাইট নাও আসতে পারে। চেক করুন পিসি দিয়া। আপনার নেট কানেকশান এ প্রবলেম থাকতে পারে না কি?

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

নাঈম আহমদ বলেছেন: Hello,

http://www.onlinerecharge24.com/ এর কোন contact number থাকলে দেন প্লিজ । সাইটে যেটা দেওয়া আছে ঐটা বন্ধ।আমার খুব দরকার ।

২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৭

নাহিদ বলেছেন: উনাদের মেইল করুন তা হলে তো উত্তর দেবার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.