নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চোখের কোণে,
স্বপ্ন বুনে…
পালবো আমি, আনমনে।
তুমি খোঁজবে আমায়,
চোখ বুজবে মোহনায়,
ঝাপটে ধরে,
কান্নায় ঝড়বে।
অনন্তকাল,
জোর করে আগলে রাখবে,
ভালোবাসবে ❤!
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.