নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মসলা চা
~ রেসিপি :
• উপকরণ :
১. আদা,
২. এলাচি,
৩. দারচিনি,
৪. লবঙ্গ,
৫. কালোজিরা,
৬. লবণ,
৭. চা-পাতা,
৮. ফুটানো বিশুদ্ধ পানি,
৯. চিনি ( ডায়াবেটিসের রোগীরা চিনি ছাড়া)
• প্রস্তুত প্রণালী :
সকল উপকরণ ভালো করে ধুয়ে নিতে হবে। আদা ছেঁচে নিবেন। তারপর, সকল উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঠেকে ভালো করে জ্বাল দিয়ে গরম গরম খাবেন।
উপকারিতা :
গলা ব্যথা দূর করে,
কাশি দূর করে,
শরীর ভালো রাখে।
হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদের এই সিজনে আমরা সবাই কমবেশি অসুস্থ হয়ে পড়ছি। আর তাই শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন একবার হলেও মসলা চা পান করুন।
ভালো থাকুন, ভালো রাখুন।
আমার আম্মুর বানানো স্পেশাল চা
©somewhere in net ltd.