![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ খাইলো লুটিয়া
নাজমুল ইসলাম মকবুল
দেশ খাইলো লুটিয়া পাবলিকদের পিটিয়া
কি হবে আর ছাটিয়া।।
শেয়ার মার্কেট খাইলো লুটে চাটুকারের দল
ল ল মানুষ আজও ঝরায় চোখের জল
আত্মহত্যা করলো মানুষ ভিটা বাড়ী বেচল মানুষ
মিছিল থেকে বিদায় করলো লাটি পিটিয়া।।
পদ্মা সেতু খাইলো আবুল জানে বিশ্ববাসী
কালা বিলাই দেশ খাইয়া লাগায় অট্টহাসি
বেহায়াদের হায়া নাই ভাই দেশটা পুড়ে করলো যে ছাই
গন্ডারেরই চামড়া নিয়ে চলে হাটিয়া।।
জিনিসপত্রের দাম বাড়াইয়া মারল মানুষ ভুকে
আহাজারি করছে মানুষ মরছে ধুকে ধুকে
হত্যা জুলুম গুম করিয়া পরের ধরে পেট ভরিয়া
লেইয়া খাউরী দেশটা খাইলো চাটিয়া চাটিয়া।।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
শূন্য পথিক বলেছেন: লেইয়া খাউরী দেশটা খাইলো চাটিয়া চাটিয়া।।