নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আর কি লিখব!! ভালো মন্দের মিশেলে অতি সাধারণ এক মানুষ।

আইমান নাকিব

পড়ছি শাহজালাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। লিখতে অনেক আলসেমি লাগে, ধৈর্যের অভাব, তবুও মাঝেমাঝে শখ জাগলে অপচেষ্টা করি কিছু লিখার।

আইমান নাকিব › বিস্তারিত পোস্টঃ

অবচেতনাঃ ২ কবিতাঃ ১ মনের অজান্তেই ভালোবাসা অতঃপর

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

তুমি,

ক্লান্ত ছিলে

পরিশ্রান্ত ছিলে,



আমি,

বাড়িয়েছিলেম বন্ধুর হাত-

আমার

অবচেতন মন শুনেছিল তোমার

নির্বাক আর্তনাদ।



সময় গেলো,

প্রহর গেলো,

কাটলো বন্ধুত্বের রেশ!!

সেটাই কি ছিল তবে-

ভালোবাসার অনুপ্রবেশ??





হ্যাঁ,

আমি

পাষাণ ছিলাম

নির্দয় ছিলাম

করেছিলাম প্রত্যাখ্যান!



কিন্তু-

মনের অজান্তে হয়তো

ভালোই বেসেছিলাম!!



অতঃপর

এভাবে আর কত??

তুমি,

নিয়েই নিলে সিদ্ধান্ত!

আমার!

অবচেতন মন,

দুঃখ পেলো, কষ্টও পেলো!!



আমি

নিজেরেই সুধালাম-

কেন??





উপলব্ধি -



তুমি তো

এসেছিলে,

পাশে বসেছিলে,

রেখেছিলে হাতে হাত।



আমি

অবুঝ ছিলাম,

নির্বোধ ছিলাম!



তবে,



অবচেতন মনেই হয়তবা

ভালবেসেছিলাম!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.