![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ছি শাহজালাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। লিখতে অনেক আলসেমি লাগে, ধৈর্যের অভাব, তবুও মাঝেমাঝে শখ জাগলে অপচেষ্টা করি কিছু লিখার।
ভালোলাগে...............
ভালোলাগে তোমার সরলতা
তোমার বোকামি, আবার চালাকি কিংবা ভনিতা
দুষ্টুমি, অভিমান, রাগ...
আবার আমি রাগলে আরও বেশি রাগানোর চেষ্টা...
ঠোঁটের কোণে এক চিলতে হাসি......
ভালোলাগে কল্পনা, স্বপ্ন দেখা
তোমার স্বপ্নের গল্প শোনা.........
গোলাপি শাড়ি, নদীর পাড়, কিংবা এক ছোট্ট টিলা......
ভালোলাগে পাশে বসে থাকা
চোখে চোখ রাখতে চাওয়া,
কিংবা লজ্জায় মুখ ফিরিয়ে নেয়া......
ছোট্ট টিলায় গাছের ছায়া
দূরে পায়রার উড়ে চলা
ঝিরিঝিরি সেই মাতাল হাওয়া
দূরে কোথাও হেঁটে চলা,
নানান রঙের স্বপ্ন বোনা......
ভালোলাগে বিদায় বেলায়
বারবার পিছে ফিরে চাওয়া............
©somewhere in net ltd.