নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাকিব১

নাকিব১ › বিস্তারিত পোস্টঃ

আইএস এর প্রকৃত পরিচয় জানুন..........

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৩

পৃথিবীতে আতঙ্কের যেন শেষ নেই। কিছুদিন আগে আতঙ্কের নাম ছিল, তালেবান! যারা নাকি নারীদের শিক্ষা বন্ধ করতে বদ্ধ পরিকর! তাই মালালা কে গুলি করে হত্যার চেষ্ঠা চালিয়েছে। এই এক খবর দিয়ে পশ্চিমা মিডিয়ার সাহায্যে তালেবান কে মানুষের জন্য ‘আতঙ্ক’ রূপে উপস্থাপন করা হল। আর এই আতঙ্কের ফলস্রুতিতে ৬ বছরের বাচ্চা তার বাবাকে ফিসফিসিয়ে বলে, পাঞ্জাবী,পায়জামা পরা এবং মাথায় টুপি দেয়া মানুষ দেখলে আমার ভয় করে। যদি আমাকেও গুলি করতে আসে!

এরপর নতুন আতঙ্ক হিসেবে আর্বিভূত হল ‘আল কায়েদা’। হঠাৎ করে কোথা থেকে কোন ওসামা বিন লাদেন কে ধরে এনে ঘোষনা দেয়া হল, তিনি এই দলের প্রধান। এই দলটির বিরুদ্ধে এফবিআই ২৮ টি মামলার অভিযোগ এনেছে। তার মধ্যে মাত্র দু’টি হামলার কথা আল কায়েদা স্বীকার করলেও বাদবাকি ২৬ টি হামলার কথা না আল কায়েদা স্বীকার করেছে আর না এফবিআই প্রমাণ দিতে পেরেছে! কিন্তু তারপরও তারাই পৃথিবীর সবচেয়ে ভয়ানক জঙ্গি সংগঠন! কারণ তারা মুসলিম! আর বিপরীত দিকে ভারতের উলফা ৭২৮ টি হামলা চালিয়ে এফবিআই এর তালিকাভুক্ত সন্ত্রাসীদল হতে পারেনি। ভারতের মাওবাদী গেরিলারা ১৪৩২ টি হামলা চালিয়েও এফবিআই কিংবা বিশ্বের কাছে জঙ্গি বলে পরিচিত হয় না। তাদের নিয়ে মানুষ আতঙ্ক বোধও করে না! কারণ তাদের এই হামলার কথা না ভারতীয় মিডিয়া ফলাও করে প্রচার করে না বিশ্ব মিডিয়া প্রচার করে! কারণ এদেরকে জঙ্গি বলে রুপার্ট মারডকদের কোন ফায়দা হাসিল হবে না।

এরপর আর্বিভূত হল আইএস! মানুষ যখন উপরের বর্ণিত দুই জঙ্গি গ্রুপ নিয়ে আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছিল, ঠিক তখনই আলাদীনের দৈত্যের মত আইএস এর আগমন ঘটল! সবকিছু তছনছ করে দিয়ে নিজেদের উপস্থিতি জানান দিল। যথারীতি সব দোষ সেই ইসলামের উপরই গিয়ে পড়ল! কিন্তু বিশ্ববাসীও এটা নিয়ে খুব একটা চুপ করে নেই। আইএস এর মুখোশ উন্মোচনে বিশ্বের বিবেকবান মানুষ বদ্ধপরিকর। তাই তো ব্রিটেনের লেবার পার্টির সদস্য বব ক্যাম্পবেল বলেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আইএসকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করছে। তিনি ব্রাসেলস হামলার জন্যও ইসরায়েলকে দায়ী করেন। তিনি এপ্রিলে তার ফেসবুক থেকে একটি ছবি শেয়ার করেছেন যাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শরীরের অর্ধেক অংশ জুড়ে আইএস- কথিত ‘খলিফা’ আবুবকর বাগদাদি যুক্ত রয়েছে।

ছবির মধ্যে লেখা রয়েছে, ‘আইএসই হচ্ছে একমাত্র সন্ত্রাসী গোষ্ঠী যে সিরিয়া থেকে দুই হাজার মাইল সফর করে প্যারিসে হামলা করতে পারলেও মাত্র ৫২ মাইল দূরে অবস্থিত ইসরায়েলের ওপর হামলা করে না! কারণ, কুকুর কখনও তার নিজ লেজে কামড় দেয় না। কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ আইএসকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করছে।

বব ক্যাম্পবেল অন্য এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরই আইএস ফ্রান্সে দুইবার সন্ত্রাসী হামলা চালায়; জাপান ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরই দুই জাপানি অপহৃত হয় ও আইএস তাদের হত্যা করে; ইন্দোনেশিয়া ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার পরই আইএস জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম এই মুসলিম রাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালায়; ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বেলজিয়াম একটি বৈঠকের আয়োজন করার পরই আইএস ইউরোপের এই দেশটিতে সন্ত্রাসী হামলা চালায়। আরও কত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটার পর বিশ্ব বুঝতে পারবে যে ইসরায়েলই আইএসকে চালাচ্ছে?

উল্লেখ্য, পৃথিবীতে এমনও একজন ঈমানদার মুসলিম খুঁজে পাওয়া যাবে না যারা ইসলাঈলকে ঘৃনা করে না। অথচ তথাকথিত ইসলামিক জঙ্গি দল আইএস আজ অবধি ইসরাঈলের ছাঁয়াও মাড়ায় নি। এই ঘটনাকি সত্যই আপনাকে ভাবিয়ে তুলে না?

উইকিলিকস
২০১৪ সালে ইউকিলিকস মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) নথি ফাঁস করে। আর সেই নথিতে দেখা যায়- যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাজ্য আইএস সৃষ্টির নেপথ্যে ভূমিকা রেখেছে। আইএসের ‘খালিফা’ আবু বকর বাগদাদি তাদের গোয়েন্দা সংস্থার তৈরি। বব ক্যাম্বেলের দাবিকে আপনি কোন রকমে দমিয়ে রাখতে পারলেও উইকিলিকস এর তথ্যকে আপনি কি করে অস্বীকার করবেন? যে উইকিলিকস বিশ্বের তাবোদ তথ্য ফাঁস করে আজ মৃত্যু পরোয়ানা নিয়ে দেশান্তরি হয়েছে।

রিটা কাৎজ! আইএস আর সমস্ত হামলার সঙ্গে এই নামটি ওতপ্রোতভাবে জড়িত। আইএসের হুমকি আর হামলার খবর সবার আগে দেয় রিটা কাৎজের সাইট ইন্টেলিজেন্স। গুলশান হামলার পরও এই রিটা কাৎজই তার সাইটে প্রকাশ করেছিলেন, এই হামলা আইএস চালিয়েছে। রিটা এখন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ১৯৬৩ সালে তিনি ইরাকের এক ইহুদি পরিবারে জন্ম নেন। ইসরায়েলের পক্ষে স্পাইয়ের কাজ করার অভিযোগে ১৯৬৮ সালে তার বাবা ইরাকে গ্রেফতার হন। পরে রিটার মা তাদের নিয়ে ইরান হয়ে ইসরায়েলে পালিয়ে যান। রিটা ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। তখন তিনি ইসলায়েলের ডিফেন্স ফোর্সের সঙ্গেও কাজ করেন। তিনি ইংরেজি, আরবি এবং হিব্রু ভাষায় সমান পারদর্শী। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। তার সাইট ইন্টেলিজেন্স মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছ থেকে পরামর্শ দাতা হিসেবেও কাজ করে।

এতো কিছুর পরও আপনি যদি বলেন সেই কেষ্ঠ বেটাই চোর! অর্থাৎ সব দোষ ঐ ইসলামের তাহলে আপনাকে গন্ডমূর্খ ছাড়া আর কিছুই বলব না। আর কেষ্ঠ বেটাই চোর হিসেবে, প্রথম আলো পত্রিকা ওয়ালারা মানুষকে ইসলাম থেকে দূরে রাখার আহব্বান করছে। নাসিরউদ্দিন বাচ্চুরা বলছে, যখন আমি দেখি পাঁচ বছরের একটি বাচ্চা তার বাবার সঙ্গে মসজিদে যাচ্ছে তখন সেই বাচ্চা ঘৃণা ছাড়া আর কি শিখতে পারে! মসজিদ কোন ঘৃণার জায়গা নয়। বরঞ্জ আপনি আপনার বাচ্চাকে সঙ্গে করে নিয়মিত মসজিদে নিয়ে যান, চ্যালেঞ্জ করতে পারি আপনার ছেলে বিপথগামী হবে না। সরকার জিহাদের ব্যাপারে এতো কড়া কড়ি আরোপ করেছে যেন জিহাদ একটি নিষিদ্ধ বিষয়। আজকের তরুন মুসলিমের কাছে জিহাদ একটি আতঙ্কেরও নাম। আবার কতক জনের কাছে জিহাদ মানে শুধুই কতল। কিন্তু কোন ধারণাই সঠিক নয়। আপনার সন্তানকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে তাকে প্রকৃত জিহাদ কি, তা জানাতে সাহায্য করুন! তার হাতে কোরআন তুলে দিয়ে সূরা তাওবা পড়ে শোনান, তাফসীর পড়ে শোনান, শানে ‍নুযুল পড়ে শোনান! তাকে সঙ্গে নিয়ে মসজিদে যান! আর এভাবেই জঙ্গিবাদ থেকে আপনার সন্তানকে দূরে রাখতে পারবেন। প্রথম আলো গংদের কথামত তাদেরকে মসজিদ থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য করবেন না! কোরআন থেকে দূরে সরিয়ে রাখবেন না! যদি তাই করেন, তবে ওপেন চ্যালেঞ্জ করছি! আপনার ছেলেটাই হবে আগামী দিনের নিরবাস।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বব ক্যাম্পবেল অন্য এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরই আইএস ফ্রান্সে দুইবার সন্ত্রাসী হামলা চালায়; জাপান ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরই দুই জাপানি অপহৃত হয় ও আইএস তাদের হত্যা করে; ইন্দোনেশিয়া ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার পরই আইএস জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম এই মুসলিম রাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালায়; ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বেলজিয়াম একটি বৈঠকের আয়োজন করার পরই আইএস ইউরোপের এই দেশটিতে সন্ত্রাসী হামলা চালায়। আরও কত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটার পর বিশ্ব বুঝতে পারবে যে ইসরায়েলই আইএসকে চালাচ্ছে?

তারাতো জেনে শুনেই বিষ করছে পান!

আমরা, সুশীল গং কি করছি- ছাগলের তৃতীয় বাচ্ছার মতো তাদের কথামতোই প্রভাবিত হচ্ছি!

হায় সউদ গং ধ্বংস হোক!
ইসলামের উপর এত এত আজাবের পরও তারা তাদেরই ক্রীড়নক হয়ে চলে যারা ইসলামের সবচে বেশি ক্ষতির চেষ্টা করে!
ধিক্কার!

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৩

নাকিব১ বলেছেন: এর কারণ মুসলিমরা মূল বিষয় থেকে অনেক দূরে অবস্থান করছে।

২| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩০

আমি দুরের পাখি বলেছেন: ইস্রায়েল আই এস কে তৈরী করেছে কারণ আই এস ইসরাইলকে আক্রমন করেনি যুক্তিটা শোনাচ্ছে যেন একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি চলেছে মানেই ওরা প্রেমিক প্রেমিকা | হাস্যকর যুক্তি |

আই এস ইসরাইলকে আক্রমন করেনি কারণ ইস্রায়েল আই এসকে আক্রমন করেনি | আই এস যদি পশ্চিমী দুনিয়ার সৃষ্টি হয় তাহলে সেটা পশ্চিমী দুনিয়াকে আক্রমন করছে কেন ? পশ্চিমী দুনিয়াই বা আই এসকে আক্রমন করছে কেন ?

উইকিলিকস-এর যে পোস্টটাতে আই এসকে পশ্চিমী দুনিয়ার সৃষ্টি বলা হয়েছে তার লিঙ্কটা একটু দেখতে পারি কি ?

সব মিলিয়ে এই ব্লগ পোস্টটা ফালতু যুক্তি আর হাযকর দাবিতে ভর্তি |

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৫

নাকিব১ বলেছেন: ফালতু! মিয়া মাথায় কি গোবর নিয়া চলেন! বাংলাদেশ কি আইএস কে আক্রমন করতে গেছে?? ফ্রান্স আইএস কে আক্রমন করতে গেছে?? ইন্দোনেশিয়া আই এস কে আক্রমন করেছে????? মিয়া দলকানা হন আপত্তি নাই! মাগার মূর্খ হইয়েন না! গুগলে সার্চ মারেন পেয়ে যাবেন! কোন যমানায় থাকেন?? এই নিউজ মনে হয় আজই প্রথম শুনলেন! ফালতু কোনাহানকার!

৩| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩২

টিস্যু বলেছেন: :) দারুণ লিখেছেন। আসলেই তাই। আইএসের ব্যাপারটা সরাসরিই ইহুদী-নাসারাদের প্রজেক্ট। আইএস নিয়ে আমিও কিছু ঘাটাঘাটি করেছিলাম (http://www.somewhereinblog.net/blog/tissuemy)...... "আরও কত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটার পর বিশ্ব বুঝতে পারবে যে ইসরায়েলই আইএসকে চালাচ্ছে?" এমনটাই দৃশ্যমান...........

৪| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৩

টিস্যু বলেছেন: (http://www.somewhereinblog.net/blog/xxx200) এই লিংক দুটো ঘুরে আসেন..... কত্ত তথ্য সূত্র লাগবে আপনার .......... ১.http://www.somewhereinblog.net/blog/tissuemy/30143613 ২.http://www.somewhereinblog.net/blog/tissuemy/30143631............

৫| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৫

টিস্যু বলেছেন: @আমি দূরের পাখি..... এই লিংক দুটো ঘুরে আসেন..... কত্ত তথ্য সূত্র লাগবে আপনার .......... ১.(Click This Link) ২.(Click This Link)............

৬| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ২০০তম পাঠক হয়ে ভালোলাগা জানিয়ে গেলুম।
প্রিয়তে,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.